বৃহস্পতিবার থেকেই ডুরান্ড কাপের অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে কলকাতা ময়দানের আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাব। সপ্তাহ কয়েক আগে থেকেই সেইমতো প্রস্তুতি শুরু করে দিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। স্প্যানিশ কোচ জোসে মোলিনা এখনও পর্যন্ত শহরে না আসলেও বাস্তব রায়ের তত্ত্বাবধানেই প্রথম ম্যাচে মাঠে নামতে চলেছে মোহনবাগান। কলকাতা লিগের ডার্বি ম্যাচের হতাশা ভুলে এবার এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট সংগ্রহ করেই টুর্নামেন্ট শুরু করতে চাইবেন বিশাল কাইথরা।
Also Read | লাল-হলুদের এই প্রাক্তন ফরোয়ার্ডকে এবার দলে টানল গোয়া
তবে এসবের মাঝেই উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। শোনা যাচ্ছে আগামী ১লা আগস্ট অর্থাৎ ইস্টবেঙ্গল দিবসের সকালেই শহরে পা রাখতে চলেছেন সবুজ-মেরুনের এক তারকা ডিফেন্ডার। তিনি টম অলড্রেড (Tom Aldred)। যতদূর জানা গিয়েছে, আগস্টের প্রথম সকালেই প্রায় ৮টা বেজে ১৫ মিনিটের মাথায় কলকাতার বুকে পা রাখবেন এই বিদেশি ফুটবলার। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে দলের সকলের। এছাড়াও তাঁর আগেই গভীর রাতে শহরে আসতে চলেছেন বাগানের আইএসএল জয়ী কোচ জোসে মোলিনা। উল্লেখ্য, গত সিজনে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে নয়া রেকর্ড গড়েছিলেন মোলিনা।
Also Read | মুখ্যমন্ত্রী কোন দলের সমর্থক? ফাঁস করলেন বাগান সভাপতি
প্রথম কোচ হিসেবে একই মরসুমে ইন্ডিয়ান সুপার লিগের লিগ শিল্ড জয়ের পাশাপাশি লিগ কাপ জিতিয়ে ছিলেন দলকে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলেন এই স্কটিশ ডিফেন্ডার। শুরুতে কিছুটা অফকালার থাকলেও পরবর্তীতে সময় এগোনোর সাথে সাথেই খাপ খাইয়ে নিয়েছিলেন দলের সঙ্গে। যারফলে দেশের প্রথম ডিভিশন লিগের গ্ৰুপ পর্বের ম্যাচের পাশাপাশি চ্যাম্পিয়নশিপের রাউন্ডে ও যথেষ্ট সক্রিয়তা ছিল টম অলড্রেডের। সেইদিকে নজরে রেখেই এই নয়া সিজনে পুনরায় তাঁর উপর ভরসা রেখেছে ম্যানেজমেন্ট। নিজের পুরনো ছন্দ বজায় রাখাই এখন অন্যতম টার্গেট বাগানের এই ডিফেন্ডারের।
এছাড়াও খুব শীঘ্রই শহরে আসতে চলেছেন দলের অন্যান্য বিদেশি ফুটবলাররা। যারফলে আগস্টের প্রথম সপ্তাহ থেকেই দেশীয় ফুটবলারদের পাশাপাশি অধিকাংশ বিদেশি ফুটবলারদের নিয়ে জোরকদমে অনুশীলন শুরু করে দেবে মোহনবাগান। তারপর সব ঠিকঠাক থাকলে পরবর্তী ম্যাচ গুলিতে দেশীয় ফুটবলারদের পাশাপাশি কয়েকজন বিদেশি ফুটবলারদের মাঠে নামাতে পারেন বাগান কোচ।