ইন্ডিয়ান সুপার লিগে বর্তমানে দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan ) সুপার জায়ান্ট। অপরাজিত রয়েছে টানা পাঁচটি ম্যাচ। দিনকয়েক আগেই তাঁরা পরাজিত করেছে ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসিকে। অজি তারকা জেসন কামিন্সের করা একমাত্র গোলেই তিন পয়েন্ট নিশ্চিত করেছে সবুজ-মেরুন ব্রিগেড। যারফলে বেঙ্গালুরু এফসিকে পিছনে ফেলে অনায়াসেই ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে মোহনবাগান ব্রিগেড। যা কিছুটা হলেও খুশি করেছে বাগান সমর্থকদের। তারপর দিন দুয়েকের ছুটি কাটিয়ে গত মঙ্গলবার থেকেই অনুশীলন শুরু করেছে গোটা দল।
যেখানে প্রথম থেকেই চনমনে মেজাজে দেখা গিয়েছে অধিকাংশ ফুটবলারদের। আগামী ৮ই ডিসেম্বর অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে মেরিনার্সরা। জওহরলাল নেহরু স্টেডিয়ামে তাঁদের লড়াই করতে হবে শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে। সেইমতো নিজেদের প্রস্তুত করছেন বাগান কোচ জোসে মোলিনা। গত ম্যাচে চেন্নাইয়িন এফসির বিপক্ষে জয় আসার সুবাদে যথেষ্ট আত্মবিশ্বাসী থাকতে দেখা যায় দলের ফুটবলারদের। তবে এদিন ফুটবলারদের সাথে দলের অনুশীলনে দেখা যায়নি দেশের তারকা মিডফিল্ডার দীপক টাংরিকে। তাঁর অনুপস্থিতি কিছুটা হলেও চিন্তায় ফেলে দিয়েছে সকলকে।
যতদূর জানা গিয়েছে, কোনও রকমের চোটের সমস্যা নেই এই তারকা ফুটবলারের। মূলত ব্যক্তিগত কারণের জন্যই বাগানের অনুশীলনে অনুপস্থিত ছিলেন এই দাপুটে ফুটবলার। তাই খুব শীঘ্রই দলের সঙ্গে যোগ দিতে দেখা যেতে চলেছে এই তারকা ফুটবলারকে। অন্যদিকে, চোটের সমস্যা কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছেন মোহনবাগানের ভরসাযোগ্য ডিফেন্ডার আশীষ রাই। চোটের কবলে থাকায় কয়েক ম্যাচে তাঁকে খেলাতে পারেননি বাগানের স্প্যানিশ কোচ। তবে সময়ের সাথে সাথে অনেকটাই সুস্থ আশীষ।
তাই গত মঙ্গলবার থেকেই যোগ দিয়েছেন দলের অনুশীলনে। সব ঠিকঠাক থাকলে আসন্ন চেন্নাইয়িন এফসির ম্যাচে খেলতে দেখা যেতে পারে এই ভারতীয় ডিফেন্ডারকে। সেদিকেই নজর থাকবে সকলের।