বেঙ্গালুরু ম্যাচের হতাশা ভুলে বর্তমানে ঘুরে দাঁড়িয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। ময়দানের চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রধান তথা মহামেডান স্পোর্টিং এবং ইমামি ইস্টবেঙ্গলকে দল পরাজিত করেছে অতি সহজেই। সেই ধারা বজায় রেখেই গত ম্যাচে গাছিবাউলিতে এসেছে তৃতীয় জয়। দল পরাজিত করেছে থাংবোই সিংটোর হায়দরাবাদ এফসিকে। যা নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাসের জন্ম দিয়েছে দলের সকল ফুটবলারদের মধ্যে। সেই জয়ের পর তিনদিন অনুশীলনে ছুটি দিয়েছিলেন বাগান কোচ জোসে মোলিনা।
তারপর গত রবিবার থেকে জোরকদমে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১০ই নভেম্বর কলিঙ্গ স্টেডিয়ামে পরবর্তী ম্যাচ খেলবে মোহনবাগান। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী ওডিশা এফসি। গত কয়েক ম্যাচের ধারা বজায় রেখেই রয় কৃষ্ণাদের পরাজিত করার লক্ষ্য রয়েছে মেরিনার্সদের। সেইমতো নিজেদের প্রস্তুত করছেন সকল ফুটবলাররা। এক্ষেত্রে দলের এক বিদেশি ফুটবলারকে নিয়ে সকলের চিন্তা থাকলেও আগামী কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠতে পারেন এই তারকা।
Also Read | দুই দিনের ছুটি শেষে মিনি ডার্বির আগে ইস্টবেঙ্গলের অনুশীলনে উপস্থিত কোন ফুটবলাররা
অপরদিকে এসবের মাঝেই দুবাইয়ে ছুটি কাটানোর বেশকিছু ছবি আপলোড করেন বাগান ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ (Alberto Rodriguez)। রবিবার সন্ধ্যায় নিজের সোশ্যাল সাইট থেকে সেই সম্পর্কিত বেশকিছু ছবি আপলোড করেন এই তারকা ফুটবলার। যেখানে বুর্জ খলিফার পাশে দাঁড়িয়ে নিজের ছবি তোলার পাশাপাশি সেখানকার সি বিচ সহ সেখানকার জনপ্রিয় খাওয়ার এবং রাইডের ও ছবি আপলোড করেন এই স্প্যানিশ ডিফেন্ডার। যা নিঃসন্দেহে নজর কেড়েছে সকলের।
Also Read | কবে দলে যোগ দেবেন সাদাউ? জানিয়ে দিলেন স্ট্যাহরে
উল্লেখ্য, এই নয়া ফুটবল সিজনে বাগানের রক্ষণভাগ জমাট বাঁধানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই বিদেশি ফুটবলারের। প্রতিপক্ষের আক্রমণ রোধ করার পাশাপাশি গোল তুলে নেওয়ার ক্ষেত্রে ও মোলিনার অন্যতম ভরসার মুখ হিসেবে বিবেচিত হয়েছেন আলবার্তো। এমনকি গত ম্যাচে ও তাঁর পারফরম্যান্স মন জয় করেছিল সকলের। সব ঠিকঠাক থাকলে আসন্ন ম্যাচে ও তাঁকে রেখে একাদশ সাজাতে পারেন বাগান হেডস্যার।