Mohun Bagan: মোহনবাগানের সঙ্গে জুড়ে গেল আরও এক তরুণের নাম!

Mohun Bagan SAI-RC U21.

দল বদলের বাজার যেন একাই মাতিয়ে রেখেছে মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। বাগানের সিনিয়র দল নিয়ে হইচই হওয়া নতুন বিষয় নয়। কিন্তু সামনের মরসুমের জন্য মোহন বাগান সুপার জায়ান্ট যে দল গঠন করছে সেটা দেখে অনেকেই অবাক হয়ে যাচ্ছেন। সিনিয়র দল গঠন করার পাশাপাশি জুনিয়রদের দল গড়ার ব্যাপারেও ভাবনা চিন্তা করা শুরু করে দিয়েছে সবুজ মেরুন ব্রিগেড।

বুধবার সকালে সামাজিক মাধ্যমে গুঞ্জন, মোহনবাগানের সঙ্গে যুক্ত হয়েছে আরও এক তরুণ ফুটবলারের নাম। সম্প্রতি একাধিক উঠতি খেলোয়াড়ের সঙ্গে সবুজ মেরুন ব্রিগেডের নাম যুক্ত হয়েছে। আপাতত তার অনেকটাই জল্পনার স্তরে। যে খেলোয়াড়দের নিয়ে জল্পনা রয়েছে তাদের বয়স কুড়ি বছরের মধ্যে। বুধবার যার নাম শোনা যাচ্ছে তার বয়সও কুড়ির ভিতরে। ছেলেটির নাম – Satgougun Kipgen।

   

Satgougun Kipgen এর সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায়নি। যতটুকু জানা গিয়েছে তিনি মাঝমাঠের ফুটবলার। মাঠের ডান প্রান্ত বরাবর খেলতে বেশি পছন্দ করেছেন। আক্রমণ এবং মাঝমাঠের মধ্যে খেলা তৈরি করার ক্ষেত্রে মুন্সিয়ানা রয়েছে। বাড়ি মণিপুরে।

এছাড়াও সম্প্রতি শোনা গিয়েছে Guite Vanlalpeka নামের এক তরুণ ফুটবলারকে দলে নিতে আগ্রহী মোহন বাগান সুপার জায়ান্ট। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েব সাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গুইতে মিজোরামের ফুটবলার। জন্ম ২০০৬ সালে। আইজল এফসির যুব দলের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। মাঠে নেমে নিজের প্রতিভার ঝলক ইতিমধ্যে দেখিয়েছেন মাঝমাঠের এই ভারতীয় ফুটবলার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন