ইস্টবেঙ্গলে খেলা সেরা স্ট্রাইকারকে ছিনিয়ে নিল মোহনবাগান

দল বদলের মরসুম শুধু ফুটবলেই নয়, অন্য খেলাতেও আছে। যেমন হকিতে চির প্রতিদ্বন্দ্বী দলের সেরা স্ট্রাইকারকে দলে নিয়ে নিল মোহনবাগান (Mohun Bagan)।     সময় যতই…

Mohun Bagan signs East Bengal hockey forward

short-samachar

দল বদলের মরসুম শুধু ফুটবলেই নয়, অন্য খেলাতেও আছে। যেমন হকিতে চির প্রতিদ্বন্দ্বী দলের সেরা স্ট্রাইকারকে দলে নিয়ে নিল মোহনবাগান (Mohun Bagan)।

   

সময় যতই এগিয়ে যাক না কেন, মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রতিদ্বন্দ্বিতা থেকেই যায়। মাঠের পাশাপাশি মাঠের বাইরেও চলে রেষারেষি। বুধবার সবুজ মেরুন ক্লাবের পক্ষ থেকে যে পোস্ট করা হয়েছিল তাতে লেখা, “চিরপ্রতিদ্বন্দ্বী লাল হলুদ ব্রিগেডকে মোক্ষম চালে ঘায়েল করল মেরিনার্স ব্রিগেড।”

Mohun Bagan signs East Bengal hockey forward

 

ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে দারুণ সব ম্যাচ খেলেছিলেন নীতিশ নিউপানে। ময়দানে যাকে চেনে ‘ কাঁচা ‘ নামে। লাল হলুদ জার্সি পরে প্রচুর গোল করেছেন এই প্রতিশ্রুতিধর তারকা হকি খেলোয়াড়।

নতুন হকি মরসুম শুরু হওয়ার আগেই মোহনবাগানের এই সই সংবাদ ময়দানের অনেককেই চমকে দিয়েছে। মোহনবাগানের পক্ষ থেকে বলা হয়েছে, “ইস্টবেঙ্গলের সেরা ফরোয়ার্ড নীতিশ নিউপানের সঙ্গে আমাদের চুক্তি চুড়ান্ত গিয়েছে।”