HomeSports Newsযুবদলকে শক্তিশালী করতে এই বাঙালি গোলরক্ষককে নিতে চলেছে সবুজ-মেরুন

যুবদলকে শক্তিশালী করতে এই বাঙালি গোলরক্ষককে নিতে চলেছে সবুজ-মেরুন

- Advertisement -

মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের সিনিয়র দলের পাশাপাশি গত কয়েক বছর ধরেই সক্রিয় হয়ে উঠেছে যুব দল। গত মরসুমে কলকাতা ফুটবল লিগে খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল কলকাতা ময়দানের এই প্রধান। বিশেষ করে রিলায়েন্স কতৃক আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগে যথেষ্ট প্রভাব দেখা গিয়েছিল মেরিনার্সদের। তারপর সৃষ্টি হয় এক অনন্য রেকর্ড। একটি গোলের ব্যবধানে ইয়ুথ ডেভেলপমেন্ট লিগ চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। যারফলে বাংলার প্রথম ফুটবল ক্লাব হিসেবে এই সর্বভারতীয় ফুটবল টুর্নামেন্ট জয় করে গঙ্গাপাড়ের এই দল।

   

বলতে গেলে এখনও পর্যন্ত বঙ্গের একমাত্র দল হিসেবে এই খেতাব জয়ের রেকর্ড রয়েছে সবুজ-মেরুনের। সেই নিয়ে যথেষ্ট গর্বিত সমর্থকরা। নয়া ফুটবল সিজনে ও সেই ধারা বজায় রাখার লক্ষ্য বাগান ম্যানেজমেন্টের। সেইমতো অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করে দেওয়া হয়েছে তাঁদের তরফে। এক্ষেত্রে এবার উঠে আসতে শুরু করেছে দীপ্রোভত ঘোষের নাম। গত ফুটবল সিজনে কলকাতার অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব ডায়মন্ড হারবার এফসির সঙ্গে যুক্ত ছিলেন বছর তেইশের এই গোলরক্ষক। খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না পেলেও মাঠে নেমে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন এই ফুটবলার।

এমনকি তৃতীয় ডিভিশন আইলিগে দলের হয়ে ক্লিনশিট ও ছিল বাংলার এই গোলরক্ষকের। সবদিক মাথায় রেখেই এবার তাঁকে দলে টানতে তৎপর গঙ্গা পাড়ের এই ফুটবল ক্লাব। তাঁর উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই সুরক্ষিত করে তুলতে পারে দলের তিন কাঠি। আসলে সাফল্যের মধ্যেই নিজেদের রাখতে পছন্দ করে মোহনবাগান সুপার জায়ান্ট। গত কয়েক বছরে যার প্রমাণ মিলেছে বারংবার। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ থেকে শুরু করে প্রথম ডিভিশন লিগ তথা আইএসএল লিগ কাপ হোক কিংবা লিগ শিল্ড।

প্রত্যেক ক্ষেত্রেই নিজেদের মেলে ধরেছিলেন সিনিয়র দলের ফুটবলাররা। গত বছর বড়দের পাশাপাশি সাফল্য পেয়েছে ছোটরা। সেই ধার বজায় রাখতেই দলকে শক্তিশালী করতে মরিয়া ম্যানেজমেন্ট।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular