HomeSports Newsমোহনবাগানেই দেখছেন চ্যাম্পিয়নের স্বপ্ন, চার বছরের চুক্তিতে অভিষেক

মোহনবাগানেই দেখছেন চ্যাম্পিয়নের স্বপ্ন, চার বছরের চুক্তিতে অভিষেক

- Advertisement -

মোহনবাগান সুপার জায়ান্টে নতুন সংযোজন টেকচাম অভিষেক সিং (Abhishek Singh)। দেশের প্রতিশ্রুতিমান এই ডিফেন্ডারের আগমন নিঃসন্দেহে হোসে মোলিনার দলকে আরও মজবুত করবে। মাত্র কুড়ি বছর বয়সেই জাতীয় দলের হয়ে নজর কাড়া পারফরম্যান্স আর ক্লাব ফুটবলে ধারাবাহিকতার ফলস্বরূপ, অভিষেকের ওপর নজর ছিল দেশের একাধিক শীর্ষ ক্লাবের। তবে সব প্রস্তাব পিছনে ফেলে সবুজ-মেরুন ব্রিগেডকেই বেছে নিলেন মণিপুরের এই তরুণ প্রতিভা।

দু’দিন আগেই কলকাতায় এসে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর, বৃহস্পতিবার সকালে অফিসিয়ালি চুক্তিবদ্ধ হন অভিষেক। দীর্ঘ চার বছরের এই চুক্তির মাধ্যমে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে শুরু হল এক নতুন অধ্যায়। ইতিমধ্যে নিউটাউনের সেন্টার ফর এক্সেলেন্সে শুরু করে দিলেন প্রাক-মরসুম অনুশীলন। সহকারী কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানে লিস্টন কোলাসো, অনিরুদ্ধ থাপা, মনভীর সিং, বিশাল কাইথদের মতো জাতীয় দলের তারকাদের সঙ্গে একসঙ্গে ঘাম ঝরাতে দেখা গেল অভিষেককেও।

   

দুই প্রান্তের ফুলব্যাক পজিশনে খেলতে সক্ষম অভিষেক, প্রয়োজনে উইংয়েও খেলেছেন অতীতে। এই বহুমুখী সামর্থ্যই তাঁকে করে তুলেছে দলের জন্য এক গুরুত্বপূর্ণ সম্পদ। কোচ মোলিনার পছন্দের ছকে যে তিনি সহজেই খাপ খাওয়াতে পারবেন, সে বিষয়ে আত্মবিশ্বাসী ক্লাব কর্তৃপক্ষও।

চুক্তির পরই নিজের অনুভূতি প্রকাশ করে অভিষেক বলেন, “আমার কাছে দেশের অনেক নামী ক্লাবের প্রস্তাব ছিল। কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টকে বেছে নেওয়ার কারণ একটাই, এটা দেশের এক নম্বর ক্লাব। এখানে খেললে ট্রফির স্বাদ পাওয়া যায়, চ্যাম্পিয়নের অনুভূতি পাওয়া যায়। এই ক্লাবের ট্রফি জয়ের ধারাবাহিকতাই আমাকে টেনেছে।”

তিনি আরও যোগ করেন, “পঞ্জাবের জার্সিতে আই লিগ ট্রফি জিতেছি। কিন্তু আইএসএল লিগ বা শিল্ড এখনো জেতা হয়নি। মোহনবাগানের হয়ে সেই স্বপ্ন পূরণ করতে চাই। এখানে অনেক তারকা ফুটবলার আছে, ওদের সঙ্গে খেলে এবং অনুশীলন করে নিজেকে আরও উন্নত করতে পারব। আমার লক্ষ্য সেরাটা দেওয়া এবং দলে নিজের জায়গা পাকা করা।”

এএফসি চ্যাম্পিয়নশিপে খেলার স্বপ্নও বুকে লালন করছেন এই তরুণ। ভারতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা থাকলেও আন্তর্জাতিক ক্লাব টুর্নামেন্টে এখনও মাঠে নামা হয়নি তাঁর। অভিষেক জানান, “মোহনবাগান জার্সি গায়ে এএফসিতে খেলার স্বপ্ন সত্যি করতে চাই।”

মোহনবাগানের সমর্থকদের নিয়ে অভিষেকের আবেগও ধরা পড়ল তাঁর কথায়, “এই ক্লাবের সমর্থকসংখ্যা ভারতের মধ্যে সর্বাধিক। মাঠে এসে কিংবা সোশ্যাল মিডিয়ায় যেভাবে সমর্থকেরা দলকে সমর্থন করেন, সেটা অনুপ্রেরণাদায়ক। ডার্বির উত্তেজনা এতদিন মোবাইল বা টিভিতে দেখেছি, এবার মাঠে সেই আবেগের অংশ হতে পারব। প্রচুর সমর্থক ইতিমধ্যেই যোগাযোগ করেছেন। আমি তাঁদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের ইচ্ছাপূরণের জন্য নিজের সবটা দেব।”

মোহনবাগান সুপার জায়ান্টের জার্সিতে নতুন অধ্যায় শুরু করতে চলা অভিষেক সিংয়ের চোখে একটাই লক্ষ্য ট্রফি জয়। আর সেই খিদের জোরেই তিনি আজ সবুজ-মেরুনে। এখন দেখার, মাঠে সেই খিদে কতটা কার্যকর হয় এবং দলের সাফল্যের গল্পে কতটা অবদান রাখতে পারেন মণিপুরের এই প্রতিভাবান ডিফেন্ডার।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular