Mohun Bagan: এক ম্যাচে ৭ গোল করা ফুটবলারকে দলে নিল মোহনবাগান!

Mohun Bagan sign RFDL sign Salahudheen Adhnan

Advertisements

দল বদলের বাজারে বড় খবর। এক ম্যাচে সাত গোল করা ফুটবলারকে দলে নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan), সোশ্যাল মিডিয়ায় এমনটাই দাবি করা হচ্ছে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও গোল করেছেন এই তরুণ ফুটবলার।

জল্পনা সত্যি করে ‘লেজেন্ড’কে বিদায় জানাল ক্লাব

২০২৩-২৪ মরসুমের রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের (RFDL) অন্যতম আবিষ্কার সালাউদ্দিন আদনান (Salahudheen Adhnan)। আরএফডিএল-এ খেলেছেন ধারাবাহিকভাবে। মিডফিল্ডার হলেও বেশ কিছু ম্যাচে করেছিলেন গোল। সেমিফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করে এগিয়ে দিয়েছিলেন মুথুট এফএ-কে। ২০২৩-২৪ ডেভেলপমেন্ট লিগে মুথুট এফএ-র মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। ম্যাচে প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল মুথুট এফএ। গোল করেছিলেন সালাউদ্দিন আদনান।

 

সেই ম্যাচ হয়েছিল হাড্ডাহাড্ডি। নির্ধারিত সময়ে খেলার ফলাফল ছিল ৩-৩। পেনাল্টি শ্যুট আউটের মাধ্যমে ম্যাচের ফলাফল নির্ধারণ করা হয়েছিল। মুথুট এফএ-র বিরুদ্ধে জিতে ফাইনালে চলে গিয়েছিল ইস্টবেঙ্গল।

Advertisements

Debjit Majumder: নতুন ক্লাবে যোগ দেওয়ার আগে মুখ খুললেন দেবজিৎ

ইস্টবেঙ্গলকে হারাতে না পারলেও শুরু থেকে ভাল খেলেছিলেন সালাউদ্দিন। নিজে গোল করেছেন, তৈরি করেছেন আক্রমণ।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kerala Football Association (@keralafootballassociation)

দক্ষিণ ভারতীয় এই ফুটবলার নজর কেড়েছিলেন আগেই। সেন্ট জোসেপ কলেজের বিরুদ্ধে একটি ম্যাচে ৯-০ গোলে জিতেছিল মুথুট এফএ। সেই ম্যাচে সালাউদ্দিন আদনান করেছিলেন ৭ গোল।