Mohun Bagan: নজর ছিল বাগানের, এখনি ভারতে আসতে নারাজ এই বিদেশি ফুটবলার

Joshua Nisbet

এবারের ইন্ডিয়ান সুপার লিগের লিগশিল্ড জয় করায়, নতুন মরশুমে এএফসি চ্যাম্পিয়নস লিগ খেলবে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। যা নিঃসন্দেহে ইতিহাস। পূর্বে একাধিকবার এএফসি কাপের মতো ফুটবল টুর্নামেন্টে অংশ নিলেও ক্লাবের ইতিহাসে প্রথমবার এই চ্যাম্পিয়নস লিগ বাগানের। এখন সেই নিয়েই চরম উন্মাদনা সকলের। সেইমতো নিজেদের দল গঠনের কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট।

Advertisements

এক্ষেত্রে বর্তমানে সবথেকে বেশি উঠে এসেছে জেমি ম্যাক্লারেনের নাম। আসন্ন নতুন মরশুমের জন্য অনেকটাই নিশ্চিত এই অজি তারকা। এই সিজনে মেলবোর্ন সিটির হয়ে খেলেছেন তিনি। ২৭ টি অ্যাপিয়ারেন্সের সাথে মোট ১০টি গোল ও ২টি অ্যাসিস্ট থেকেছে এই তারকা ফুটবলারের।

তাকে নাকি প্রস্তাব ও পাঠানো হয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস দলের তরফে। সব ঠিকঠাক চলতে থাকলে ভারতে আসা কার্যত নিশ্চিত এই ফুটবলারের। তবে তিনি একানন। আরো এক অস্ট্রেলিয়ান ফুটবলারের দিকে নজর ছিল বাগান ব্রিগেডের। তিনি জোশুয়া নিসবেত। বর্তমানে অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে খেলছেন এই মিডফিল্ডার।

Advertisements

এ লিগে এই মরশুমে মোট ২৭ টি অ্যাপিয়ারেন্সের পাশাপাশি ২টি গোল এবং ৯টি অ্যাসিস্ট ছিল বছর চব্বিশের এই ফুটবলারের। হিসেব অনুযায়ী দেখলে চলতি বছরের জুন মাসেই এই ফুটবলারের সঙ্গে চুক্তি শেষ হতে চলেছে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের। তাই সবদিক মাথায় রেখেই তাকে পেতে আসরে নেমেছে একাধিক বিদেশি ফুটবল ক্লাব।

উল্লেখ্য, একটা সময় এই মিডফিল্ডারকে দলে নেওয়ার ক্ষেত্রে আগ্ৰহ প্রকাশ করেছিল ভারতের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টস। সেইমতো তার সঙ্গে কথাবার্তা শুরু করার ও পরিকল্পনা ছিল তাদের। বলতে গেলে অজি বিশ্বকাপার জেসন কামিন্সের পর তাকেই চূড়ান্ত করার পরিকল্পনা ছিল বাগান ব্রিগেডের। কিন্তু শেষমেশ তা কার্যকরী হয়নি।

এমনকি আগত নতুন মরশুমের জন্য ও তারদিকে নজর ছিল এবারের আইএসএলের শিল্ড জয়ীদের। কিন্তু শেষ পর্যন্ত যে তথ্য উঠে এসেছে সেই অনুযায়ী, এখনি ভারতে আসতে নারাজ এই ফুটবলার। তাই আসন্ন মরশুমে তাকে যে আইএসএলে দেখা যাবে না সেটা বলাই চলে। তবে আদৌও তিনি ভারতে আসেন কিনা সেটাই দেখার বিষয়।