কলকাতা ফুটবল লিগ ২০২৪-এর আগে অনুশীলন শুরু করে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। আপাতত উঠতি ফুটবলারদের নিয়ে শুরু হয়েছে অনুশীলন। রিজার্ভ দলে এবারেও একাধিক নতুন ফুটবলারকে যুক্ত করেছে মোহনবাগান। সেই সঙ্গে রয়েছেন গতবারের স্কোয়াডের একাধিক ফুটবলার। অনুশীলনের মাঝে হালকা মেজাজের ভিডিও তুলে ধরেছে বাগান।
Mohun Bagan: ২১ তারিখে পরীক্ষার মুখে মোহনবাগান
ভিডিওতে দেখা গিয়েছে মুখোমুখি হয়েছেন রিজার্ভ দলের অন্যতম সেরা দুই ফুটবলার। চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন সুহেল আহমেদ ভাট ও দীপেন্দু বিশ্বাস। সুহেল বনাম দীপেন্দুর ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এই দুই ফুটবলারের মধ্যে কে জিতলেন চ্যালেঞ্জে?
ভিডিওতে দেখা গিয়েছে, সাদা লাইনের ওপর রাখা রয়েছে পাঁচটি বল। লাইনের একদিনে সুহেল, উল্টো দিকে দীপেন্দু। বলার সঙ্গে সঙ্গে কে আগে বল নিজের দিকে টেনে নিতে পারবেন সেটাই হল চ্যালেঞ্জ। চ্যালেঞ্জে সুহেলকে কড়া টক্কর দিয়েছেন দীপেন্দু। পাঁচবারের মধ্যে দীপেন্দু দু’বার নিজের দিকে টেনে নিয়েছিলে বল. সুহেলের দিকে তিনটি বল। দীপেন্দুকে ৩-২ ব্যবধানে হারিয়েছেন সুহেল।
Suhail vs Dippendu, who wins? ⚔️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/6eDHuMy9hf
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) June 17, 2024
কে এই ‘রেকর্ড ভাঙা’ ফুটবলার যার সঙ্গে যুক্ত Mohun Bagan জল্পনা?
মোহনবাগান সুপার জায়ান্টের রিজার্ভ দলের অন্যতম সেরা দুই ফুটবলার সুহেল আহমেদ ভাট ও দীপেন্দু বিশ্বাস। ২০২৩-২৪ মরসুমের শুরুর দিকে ব্যাক টু ব্যাক গোল করে নজর কেড়েছিলেন সুহেল আহমেদ ভাট। নিজের পারফরম্যান্সের জোরে ক্রমে উঠে এসেছিলেন সিনিয়র দলে। সুহেলের মতো দীপেন্দুও জায়গা পেয়েছিলেন সিনিয়র দলে। চোট সমস্যার কারণে সাময়িকভাবে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন সুহেল। ফিরে এসে আবারও গোল করেছিলেন। আসন্ন মরসুমেও প্রচুর গোল করতে চাইবেন তিনি। দীপেন্দু সিনিয়র দলে নিজের জায়গা নিশ্চিত করতে চাইবেন।