রবির রাতের মধ্যেই শহরে পা রাখছেন নুনো রেইস, করলেন বিশেষ পোস্ট

দিনকয়েক আগেই নিজেদের সপ্তম বিদেশি চূড়ান্ত করেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। সেই অনুযায়ী এবার দলের সঙ্গে যুক্ত হয়েছেন নুনো রেইস। উল্লেখ্য, গত কয়েকমাস…

Nuno Reis

দিনকয়েক আগেই নিজেদের সপ্তম বিদেশি চূড়ান্ত করেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। সেই অনুযায়ী এবার দলের সঙ্গে যুক্ত হয়েছেন নুনো রেইস। উল্লেখ্য, গত কয়েকমাস ধরে ভারতীয় ক্লাব ফুটবলে বারংবার উঠে এসেছে এই পর্তুগিজ তারকার নাম। গত ফুটবল সিজনে মেলবোর্ন সিটির সঙ্গে যুক্ত ছিলেন এই দাপুটে ডিফেন্ডার। শোনা গিয়েছিল নয়া সিজনে কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে হয়ত যুক্ত হবেন এই তারকা। কিন্তু শেষ পর্যন্ত বদলে যায় গোটা পরিস্থিতি।

সকলকে চমকে দিয়ে এই বিদেশি ফুটবলারকে দলে টেনে নেয় পড়শী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট। এক কথায় যা বড়সড় চমক ছিল সকলের কাছে। কিন্তু কবে শহরে আসবেন এই ফুটবলার? সেই নিয়ে দেখা দিয়েছিল একাধিক প্রশ্ন। অবশেষে গত শুক্রবার ভিসা হাতে পান এই পর্তুগিজ তারকা। পরবর্তীতে শোনা যায় যে রবিবারের মধ্যেই শহরে পা রাখবেন নুনো রেইস। বর্তমানে তাঁর আসার অপেক্ষায় আপামর বাগান জনতা। সব ঠিকঠাক থাকলে আজ রাতের মধ্যেই কলকাতায় চলে আসবেন রেইস।

   

এসবের মাঝেই নিজের সোশ্যাল সাইট থেকে ভারতে আসার বার্তা দিয়ে একটি পোস্ট করেন জেমি ম্যাকলারেনের এই সতীর্থ ফুটবলার। যেখানে টেবিলে একটি কফির কাপ পোস্ট করতে দেখা যায় এই ফুটবলারকে। অর্থাৎ তিনি যে ভারতে আসছেন সেই ইঙ্গিত দিলেন নিজেই। যা সহজেই নজর কেড়েছে সকল বাগান সমর্থকদের। উল্লেখ্য এবারের এএফসি চ্যাম্পিয়ন্সলিগের কথা মাথায় রেখেই এই বিদেশি ফুটবলারকে দলে টেনেছে কলকাতা ময়দানের এই প্রধান।

কিন্তু কার বদলের সবুজ-মেরুন জার্সিতে খেলবেন নুনো রেইস ? যতদূর জানা গিয়েছে, এক্ষেত্রে টম অলড্রেডের পরিবর্তে এএফসির মঞ্চে এই বিদেশি ফুটবলারকে মাঠে নামতে পারেন জোসে মলিনা। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত নয় বিষয়টি। তবে আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।