সম্ভাবনা আগেই তুঙ্গে উঠেছিল। সমর্থকরা ধরে নিয়েছিলেন ঘোষণা হওয়া শুধু সময়ের অপেক্ষা। সেটাই হল। রবিবারের দুপুরে বড় ঘোষণা করে দিল মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। সবুজ মেরুনে আনোয়ার আলি।
আনোয়ার আলিকে দলে নেওয়ার কথা কবে ঘোষণা করবে দল? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল মোহনবাগান সমর্থকদের মনের মধ্যে। আনোয়ার যে বাগানের আসছেন সে ব্যাপারে অবশ্য কারও মনে কোনো সংশয় ছিল না। তবুও ক্লাবের পক্ষ থেকে পাকাপাকিভাবে না জানানো পর্যন্ত নিশ্চিন্ত হওয়া যাচ্ছিল না। ঘোষণা করার জন্য ভালো সময় বেছে নিয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট।
আকাশে মেঘের আনাগোনা। রোদ খুব একটা চড়া নয়। দুপুরের রান্না হবে হবে করছে, এমন সময় জানানো হল দেশের অন্যতম সেরা ডিফেন্ডার আনোয়ার আলি নিশ্চিত হয়েছেন মোহন বাগান সুপার জায়ান্টে। একটি ভিডিও প্রতিবেদনের মাধ্যমে ক্লাবের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। ১ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে ভারতের অন্যতম সেরা এই উদীয়মান ফুটবলারের প্রোফাইল।
The Warrior Arrives! Anwar Ali is a Mariner! 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/0SexJb66q4
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) July 9, 2023
এক সময় হার্টের সমস্যার কারণে অনিশ্চিত হয়ে পড়েছিল আনোয়ারা আলির কেরিয়ার। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তার খেলার ওপর জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা। সেখান থেকে তিনি ফিরে এসেছেন। শুধু ফিরেই আসেননি, যেখানে শেষ করেছিলেন আবার সেখান থেকেই শুরু করেছিলেন। দলের রক্ষণ রক্ষা করার পাশাপাশি গোল করার ব্যাপারেও পারদর্শিতা রয়েছে। ২০২২ সালে ফিরে এসেছিলেন ইন্ডিয়ান সুপার লীগে। বাগানের পক্ষ থেকে তাকে বলা হয়েছে ‘ দ্য ওয়াল ‘।