বাগানের ভাগ্য কেরালা বনাম গোয়া ম্যাচে! শিল্ড এই দিন

মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) বর্তমানে আইএসএল মরসুমে (ISL) লিগ শিল্ড জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছে। এরই মধ্যে ২৩ ফেব্রুয়ারি তথা রবিবার ঘরের মাঠে…

Mohun Bagan SG match in ISL 2024-25 Session Playoff

মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) বর্তমানে আইএসএল মরসুমে (ISL) লিগ শিল্ড জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছে। এরই মধ্যে ২৩ ফেব্রুয়ারি তথা রবিবার ঘরের মাঠে ওডিশা এফসিকে (Odisha FC) হারিয়ে পরপর দুইবার আইএসএল লিগ শিল্ড (ISL League Shield) জিততে চাইবে সবুজ-মেরুন শিবির। একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণ খেলেছে মোহনবাগান এবং সেই আত্মবিশ্বাস নিয়েই তারা এবার শিল্ড জয়ী হওয়ার দিকে এগিয়ে চলেছে।

   

ওডিশা ম্যাচ জিতলেও শিল্ড হাতে পাবে না তারা, এমনি মনে করা হচ্ছে। যদি তাই হয়, সেক্ষেত্রে শিল্ডের আসল উপহার আসবে ৮ মার্চ এফসি গোয়া ম্যাচের পর। তবুও, মোহনবাগান জানে যে তাদের ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে ২২ ফেব্রুয়ারি। কারণ শনিবার, যদি কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে এফসি গোয়া পরাজিত হয়। এর ফলে, মোহনবাগান শিল্ড জয়ের সিলমোহর পাবে।

মোহনবাগান ফুটবলাররা অত্যন্ত আত্মবিশ্বাসী। তারা জানে, তাদের ঘরের মাঠে সার্জিও লোবেরার দলকে হারানোর পর শিল্ড জয়ের স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। দলের তারকা ফুটবলার দিমিত্রি পেত্রাতোস অনুশীলনের সময় এক টুকরো কৌতুক করে জানিয়ে দিয়েছেন তাদের লক্ষ্য ‘ব্যাক টু ব্যাক’। অর্থাৎ, পরপর দুইবার আইএসএল শিল্ড জয় করাই তাদের মূল উদ্দেশ্য। আর সেটি সম্ভব করতে হলে ওডিশা এফসির বিরুদ্ধে জিততেই হবে।

Advertisements

এদিকে, দলের আক্রমণভাগের তারকা মনবীর সিং এবং গোলকিপার বিশাল কাইথও পুরোপুরি মনোযোগী। তারা জানেন, শিল্ড জয়ী হওয়ার জন্য সবকিছু ছড়িয়ে দিয়ে খেলা প্রয়োজন। অনুশীলনে যেমন পরিশ্রম করা হচ্ছে, তেমনি নিজেদের মধ্যে রসায়নও বাড়ানো হচ্ছে। মনবীর সিং বলেন, “এতদিন ধরে আমরা যে আত্মবিশ্বাস তৈরি করেছি, সেটা আমাদের জয়ের পথে এগিয়ে যেতে সাহায্য করবে। কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে শহরে ফিরেই একদিনের ছুটি কাটিয়ে আবার মাঠে নেমে পড়েছিলাম কামিন্স, ম্যাকলারেনরা। সবার চেষ্টা যেন একযোগিতায় চলে।”

মোহনবাগানের কোচ হোসে মোলিনা দলকে নিয়ে আশাবাদী। তিনি জানিয়ে দিয়েছেন যে, তাদের লক্ষ্য একটাই—আইএসএল শিল্ড জয়। এর জন্য তারা শক্তিশালী পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে। এতদিন যে আত্মবিশ্বাস মোহনবাগান অর্জন করেছে, সেটা শুধু মাঠের পারফরম্যান্সে নয়, বরং দলের একতার মধ্যেও রয়েছে। দলের সব সদস্য একযোগে এক লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেই লক্ষ্য হল আইএসএল লিগ শিল্ড জয়। রবিবার ওডিশা এফসিকে হারানো মোহনবাগানের কাছে এক নতুন ইতিহাস তৈরি করার সুযোগ এনে দিতে পারে। যদি তারা কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে এফসি গোয়ার পরাজয় দেখে, তবে তাদের শিল্ড নিশ্চিত হয়ে যাবে। সব মিলিয়ে মোহনবাগান ভক্তরা আশাবাদী, দল শিল্ড জয়ের পর আবারও তাদের গর্বিত করবে।