টেবিলের জট ছাড়াতে ‘মাস্ট উইন’ ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও কাস্টমস

চলতি কলকাতা লিগে (CFL 2025) সুপার সিক্সে জায়গা করে নিতে মরিয়া মোহনবাগান (Mohun Bagan SG) এবং ক্যালকাটা কাস্টমস (Calcutta Customs Club)। দুই দলের মুখোমুখি লড়াইয়ে…

Mohun Bagan SG Big Win against Kalighat Milan Sangha ahead of Kolkata Derby in CFL 2025

চলতি কলকাতা লিগে (CFL 2025) সুপার সিক্সে জায়গা করে নিতে মরিয়া মোহনবাগান (Mohun Bagan SG) এবং ক্যালকাটা কাস্টমস (Calcutta Customs Club)। দুই দলের মুখোমুখি লড়াইয়ে তাই শুধুই তিন পয়েন্ট নয়, আত্মবিশ্বাস এবং ধারাবাহিকতাও ঝুলিতে ভরতে চায় দুই কোচের শিষ্যরা। বুধবার নৈহাটি স্টেডিয়ামে এই মরসুমের অন্যতম গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি হচ্ছে গঙ্গাপাড়ের ক্লাব মোহনবাগান এবং অভিজ্ঞ কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের ক্যালকাটা কাস্টমস।

মোহনবাগানের পরিস্থিতি এই মুহূর্তে খানিকটা চাপে। আট ম্যাচে চারটি জয়, দুটি হার এবং দুটো ড্র। ফলে ১৪ পয়েন্ট নিয়ে তারা এখন ষষ্ঠ স্থানে। সুপার সিক্সের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় ভিন্ন অন্য কিছু ভাবার উপায় নেই কোচ ডেগি কার্ডোজোর কাছে। গত ম্যাচে বিএসএসের বিরুদ্ধে বড় জয় কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরিয়েছে সবুজ-মেরুন শিবিরে। তবে কোচ জানেন, ধারাবাহিকতার অভাবই এখনও প্রধান চিন্তার বিষয়।

   

তৃতীয় পক্ষের হস্তক্ষেপে কড়া বার্তা দিয়ে ফেডারেশনকে শাস্তির হুমকি দিল FIFA

কাস্টমস ম্যাচের বাগান কোচ ডেগি কার্ডোজো বলেন, “দু’দিনের ব্যবধানে ম্যাচ খেলতে হচ্ছে। তাই ছেলেদের চোটমুক্ত রাখা এবং মানসিকভাবে প্রস্তুত রাখা ভীষণ জরুরি। গত ম্যাচে জয় আমাদের আত্মবিশ্বাস দিয়েছে ঠিকই, তবে সেই ভুলে এগিয়ে যাওয়াই লক্ষ্য।” দলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার সন্দীপ মালিক চোটের কারণে এখনও অনুপস্থিত। তবে বাকিদের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ। তিনি জানান, “কাস্টমস ভালো দল। ওদের হাল্কাভাবে নেওয়ার কোনও সুযোগ নেই। তাই পরিকল্পনায় কোনও ফাঁক রাখতে চাই না।”

অন্যদিকে ক্যালকাটা কাস্টমস এখন পর্যন্ত ৯ ম্যাচে সংগ্রহ করেছে ১৬ পয়েন্ট। পয়েন্ট তালিকায় তারা রয়েছে চতুর্থ স্থানে। সুপার সিক্সে জায়গা পাকা করতে এই ম্যাচে জয় অতি প্রয়োজনীয়। কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য জানিয়ে দিলেন, মোহন বাগানকে হারানোর লক্ষ্য নিয়েই নামছে তাঁর দল।

Advertisements

তিনি বলেন “আমাদের কাছে এখন প্রতিটি ম্যাচই ফাইনাল। বুধবার যদি জয় পাই, তাহলে সুপার সিক্সের রাস্তা অনেকটাই স্পষ্ট হয়ে যাবে। তবে মোহন বাগান শক্তিশালী দল, তাই সাবধান থাকতে হবে। গত ম্যাচে ওরা যেমন ছন্দে ফিরেছে, সেটা মাথায় রেখেই মাঠে নামতে হবে,” বলছেন অভিজ্ঞ কোচ।

গণেশ চতুর্থীতে আচমকা IPL থেকে অবসর ঘোষণা তারকা ক্রিকেটারের

দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স এবং পয়েন্ট টেবিলের অবস্থা বলছে, ম্যাচে সমানে সমানে টক্কর হতে চলেছে। মোহনবাগান যেখানে নিজেদের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার লড়াইয়ে নেমেছে, সেখানে কাস্টমস চাইছে ধারাবাহিকতার সুর বজায় রাখতে। ফুটবল বিশ্লেষকরা মনে করছেন, এই ম্যাচের ফলাফল কলকাতা লিগে গ্ৰুপ ‘এ’ সুপার সিক্সের চিত্র অনেকটাই স্পষ্ট করে দেবে। তাই শুধু দুই দলের সমর্থকরাই নয়, লিগের অন্যান্য প্রতিদ্বন্দ্বী দলগুলির নজরও থাকবে এই ম্যাচের দিকেই।

Mohun Bagan SG will face off against Calcutta Customs Club in CFL 2025 at Naihati Stadium