গত ফুটবল মরশুমে দলে একাধিক তারকা ফুটবলার থাকলেও একজন দক্ষ ফরোয়ার্ডের অভাব ছিল শুরু থেকেই। যারফলে একাধিক ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছিল মোহনবাগান সুপারজায়ান্টসকে (Mohun Bagan SG)। সেই ভুল থেকে শিক্ষা নিয়েই এবার নতুন মরশুমের জন্য দল গঠন শুরু করেছিল কলকাতার এই প্রধান।
সেজন্য নতুন মরশুমের কথা মাথায় রেখে দলে টানা হয় অস্ট্রেলিয়ার বিশ্বকাপ খেলা ফুটবলার জেসন কামিন্সকে। গত ফুটবল মরশুমে সেন্ট্রালকোস্ট মেরিনার্সের হয়ে খেলে বহু গোল পেয়েছেন তিনি। এমনকি ট্রফি ও জিতেছেন সেই দলের জার্সিতে। সেখান থেকে এবার সোজা আইএসএল জয়ী দলে। তবে তিনি একানন, নতুন মরশুমের কথা মাথায় রেখে দলে টানা হয়েছে আলবেনিয়ার জাতীয় দলের ফরোয়ার্ড আর্মান্দো সাদিকুকে।
Welcome Armando Sadiku!
#JoyMohunBagan #WelcomingTheTeam #MarinersBaseCamp pic.twitter.com/Jhk7wqqMXn— Mariners' Base Camp – Ultras Mohun Bagan (@MbcOfficial) July 25, 2023
গত কয়েকদিন আগেই শহরে এসেছেন কামিন্স। রাজকীয় ভাবে তাকে বিমানবন্দর থেকে বরণ করে নিয়েছিল সবুজ-মেরুন সমর্থকরা। তারপর অপেক্ষা ছিল সাদিকুর। শেষ পর্যন্ত আজ সকাল ৮টা বেজে ৪৫ মিনিটের মাথায় কলকাতা বিমানবন্দরে এসে উপস্থিত হন এই তারকা ফুটবলার। অনেক আগে থেকেই তারজন্য অপেক্ষা করা শুরু করেছিল দলের সমর্থকরা। তবে যেখানে অপেক্ষা করছিলেন সবাই তার বদলে অন্য গেট থেকে এই তারকা ফুটবলারকে আনা হয় বিমানবন্দরের বাইরে। সেজন্য, খুব অল্প সময়েই তাকে দেখার সুযোগ পেলেন দলের সমর্থকরা।
তবে সমর্থকদের সেই আশা কার্যত পূরন হয়ে গেল আজ বিকেলে। কিছু ঘন্টা আগে এই তারকা ফুটবলার শহরে আসলেও বিশ্রামকে বুড়ো আঙুল দেখিয়ে আজ দলের সঙ্গে সোজা অনুশীলনে নেমে পড়েন ইউরোপা লিগ খেলা এই ফুটবলার। মূলত আজ ক্লাবের মাঠেই চলে যাবতীয় প্রস্তুতি। সেজন্য আজ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল সমর্থকদের তরফ থেকে। আসলে আজ মাঠে নামার সময় পুষ্প বৃষ্টির আয়োজন করা হয় তাদের তরফ থেকে। যা দেখে খুশি দলের সকল ফুটবলার। গত মরশুমের মতো এবারো যে প্রতিপক্ষদের কে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে চলেছে সবুজ-মেরুন ব্রিগেড, তা কিন্তু বলাই চলে।