সেপাহানের সঙ্গে খেলতে ইরান যাচ্ছে না মোহনবাগান, জারি হল বিবৃতি

সায়ন সেনগুপ্ত, কলকতা: সমস্ত জল্পনার অবসান ঘটে গেল আজ। গতবারের মতো এবারও হয়তো ইরান যাচ্ছে না মোহনবাগান সুপার জায়ান্ট। হ্যাঁ ঠিকই শুনেছেন। এএফসি চ্যাম্পিয়নস লিগ…

mohun-bagan-sg-gym-training-sepahan-fc-afc-champions-league-2025-preparation

সায়ন সেনগুপ্ত, কলকতা: সমস্ত জল্পনার অবসান ঘটে গেল আজ। গতবারের মতো এবারও হয়তো ইরান যাচ্ছে না মোহনবাগান সুপার জায়ান্ট। হ্যাঁ ঠিকই শুনেছেন। এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের সূচি অনুসারে আগামী ৩০ শে সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ রয়েছে কলকাতা ময়দানের এই প্রধানের। ‌ যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে শক্তিশালী সেপাহান এফসি। প্রথম ম্যাচের তুলনায় এই ম্যাচে যে যথেষ্ট কঠিন হবে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সেইমত বেশ কয়েকদিন আগে থেকেই ফুটবলারদের নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন বাগান কোচ হোসে মোলিনা। তবে দেখা দিয়েছিল অন্য সমস্যা।

Advertisements

বাগানের দলের অন্যতম চার বিদেশি ফুটবলার মূলত অস্ট্রেলিয়া ও আমেরিকার ভিসা নিয়ে ভারতে এসেছেন। যাদের মধ্যে রয়েছেন জেসন কামিন্স থেকে শুরু করে জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতোস এবং টম অলড্রেডের মতো ফুটবলাররা। তবে এই দুই দেশের ফুটবলাররা ইরানে যাওয়ার ভিসা আবেদন করতেই পারবেন না। সেই কথা জানা গিয়েছিল আগেই। স্বাভাবিকভাবেই তাঁদের যাওয়া নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। কিন্তু মাঝে মনে করা হচ্ছিল যে দলের চার বিদেশি ফুটবলারকে ভারতে রেখেই ইরান সফর করতে পারে মোহনবাগান।

   

কিন্তু না। এএফসির গ্ৰুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলতে ইরান যাচ্ছে না সবুজ-মেরুন। ভিসা জনিত সমস্যার তুলনায় এক্ষেত্রে খেলোয়াড়দের নিরাপত্তার দিকেই বিশেষ নজর দিয়েছে ম্যানেজমেন্ট। গত মরসুমে ও দেখা দিয়েছিল প্রায় এই ধরনের সমস্যা। সেবার মধ্যপ্রাচ্যে যুদ্ধকালীন পরিস্থিতি থাকায় সেবার ট্র্যাক্টর এফসির বিপক্ষে ও খেলতে যায়নি ময়দানের এই প্রধান। সেই নিয়ে ও যথেষ্ট হতাশা দেখা দিয়েছিল সকলের। সেই হতাশা ভুলে এবার প্রথম থেকেই ছন্দে থাকার পরিকল্পনা ছিল গতবারের লিগ শিল্ড জয়ীদের। কিন্তু প্রথম ম্যাচেই ধাক্কা খেতে হয়েছিল তুর্কমেনিস্তানের ক্লাব আহাল এফকের কাছে।

এবার দ্বিতীয় ম্যাচ তথা নিজেদের প্রথম অ্যাওয়ে ম্যাচে দল পাঠাল না মোহনবাগান। সেই নিয়ে যথেষ্ট হতাশ দেশের ফুটবলপ্রেমীরা। কিছুক্ষণ আগেই ক্লাবের তরফে জারি হয়েছে বিবৃতি। যেখানে বলা হয়েছে, মোহনবাগান সুপার জায়ান্ট খেলোয়াড়, কর্মকর্তা এবং সহায়ক কর্মীদের নিরাপত্তা এবং সুস্থতাকে অগ্রাধিকার দেয়। তাঁদের পরিবার ইরান ভ্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ক্লাব যথাযথ বিবেচনার পর তাদের নিরাপত্তার অনুরোধটি বিবেচনা করছে। সম্ভাব্য ঝুঁকিগুলি সাবধানতার সাথে বিবেচনা করার পর এবং খেলোয়াড়দের অনুভূতিকে সমর্থন করে, ক্লাবটি একটি ন্যায্য সমাধানের জন্য এবং তাদের স্বার্থ রক্ষার জন্য কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট এর দ্বারস্থ হয়েছে।

এসবের মাঝেই দলের আইএফএ শিল্ড খেলা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। পরবর্তীতে বিভিন্ন ফ্যান ক্লাব গুলির তরফে চিঠি পাঠানো হয়েছিল বঙ্গীয় ফুটবল ফেডারেশনের কাছে। এক্ষেত্রে যথেষ্ট ইতিবাচক সঙ্কেত মিলেছে‌ বাগান ব্রিগেডের তরফে। যারফলে কলকাতা ময়দানে দুই প্রধান তথা ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট অংশগ্রহণ করার পাশাপাশি গোকুলাম কেরালা এফসি এবং নামধারী এফসি খেলার কথা জানিয়ে দিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে আরেকটি ক্লাব।


❓ FAQs

Q1. মোহনবাগান সুপার জায়ান্ট কেন ইরান যাচ্ছে না?
👉 ভিসা জটিলতা ও খেলোয়াড়দের নিরাপত্তাজনিত কারণে ইরান সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব।

Q2. সেপাহানের বিপক্ষে ম্যাচ কবে হওয়ার কথা ছিল?
👉 এএফসি চ্যাম্পিয়নস লিগের সূচি অনুযায়ী ৩০ সেপ্টেম্বর ম্যাচটি হওয়ার কথা ছিল।

Q3. মোহনবাগানের কোন কোন ফুটবলারের ভিসা সমস্যা হচ্ছিল?
👉 জেসন কামিন্স, জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতোস এবং টম অলড্রেড—এরা মূলত অস্ট্রেলিয়া ও আমেরিকার ভিসা নিয়ে ভারতে এসেছেন, তাই ইরানের ভিসা আবেদন সম্ভব নয়।

Q4. ক্লাব এ ব্যাপারে কী পদক্ষেপ নিচ্ছে?
👉 মোহনবাগান CAS (Court of Arbitration for Sport)-এর দ্বারস্থ হয়েছে ন্যায্য সমাধানের জন্য।

Q5. গতবারও কি একই ধরনের সমস্যা হয়েছিল?
👉 হ্যাঁ, গত মরসুমে ট্র্যাক্টর এফসির বিপক্ষে ম্যাচেও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে খেলতে যায়নি মোহনবাগান।

Q6. এরপর মোহনবাগানের কোন টুর্নামেন্ট আছে?
👉 আইএফএ শিল্ড, যেখানে ইস্টবেঙ্গল, গোকুলাম কেরালা এফসি এবং নামধারী এফসির মতো দলও অংশ নেবে।


🔑  Mohun Bagan Iran travel issue, Sepahan vs Mohun Bagan cancelled, AFC Champions League 2025 news, Mohun Bagan statement, Indian Football news