শিল্ড নিশ্চিত ম্যাচে বাগানের একাদশে চমক, নেই দিমিত্রি-কামিংস

শনিবার এফসি গোয়া-কেরালা ব্লাস্টার্সের কাছে হেরে গেলে রবিবার ওডিশা এফসি ম্যাচে নামার আগেই লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যেত মোহনবাগান। কিন্তু সেই আশায় জল ঢেলে ২-০…

Mohun Bagan SG match in ISL 2024-25 Session Playoff

শনিবার এফসি গোয়া-কেরালা ব্লাস্টার্সের কাছে হেরে গেলে রবিবার ওডিশা এফসি ম্যাচে নামার আগেই লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যেত মোহনবাগান। কিন্তু সেই আশায় জল ঢেলে ২-০ গোলে ম্যাচ জিতে লিগ শিল্ড জয়ের আশা বাঁচিয়ে রেখেছে আর্মান্দো সাদিকুরা। রবিবার যুবভারতীতে (Vivekananda Yuba Bharati Krirangan) ওডিশা (Odisha FC) ম্যাচ জিতলেই শিল্ড চ্যাম্পিয়ন (ISL League Shield) হয়ে যাবেন মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। ম্যাচের অধিকাংশ টিকিট প্রায় বিক্রি হয়ে গিয়েছে। কারণ ঘরের মাঠে কলিঙ্গ ওয়ারিয়র্সের বধ করেই লিগ শিল্ড জয়ের আনন্দ উপভোগ করতে চাইছেন বাগান সমর্থকরা।

টানা দ্বিতীয়বার লিগ শিল্ড জয়ের নজির থেকে মাত্র কয়েক পয়েন্ট দূরে থাকলেও বাগান কোচ কিন্তু তাঁর দল নিয়ে যথেষ্ট সতর্ক। লিগ শিল্ড জয়ের জন্য মাত্র তিন পয়েন্ট প্রয়োজন। এই অবস্থায় দলের ফুটবলারদের মধ্যে অতিরিক্ত আত্মবিশ্বাস ও গা ছাড়া মনোভাব আসার সম্ভবনা থাকেই। কিন্তু সবুজ-মেরুন শিবিরের কোচ হোসে মোলিনা (Jose Molina) মনে করেন, অতিরিক্ত আত্মবিশ্বাসের কোনও জায়গা নেই তাদের শিবিরে। দলের ফুটবলারদের ওপর চাপ কমাতে এই ম্যাচকে বাড়তি গুরুত্ব দিতেও নারাজ তিনি। সেই লক্ষ্যেই প্রথম একাদশে দিলেন একাধিক চমক।

   

Advertisements

অন্যদিকে তিন পয়েন্ট জিতে নিয়ে প্রথম ছয়ে পৌঁছাতে মরিয়া সার্জিও লোবেরার দল। যদিও এই ম্যাচের আগের দিন ম্যানেজমেন্টকে না জানিয়েই শিবির ছেড়েছিলেন আহমেদ জাহু। তবে সেই বিষয়কে পাত্তা না দিয়েই প্রথম একাদশ সাজালেন আরেক স্প্যানিশ কোচ।