Mohun Bagan SG : মনবীরের গোলে এগিয়ে বাগান, খেলায় ফিরতে মরিয়া চেষ্টা হায়দরাবাদের

মোহনবাগানের (Mohun Bagan SG) বিরুদ্ধে নিজেদের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিল হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। মহামেডানকে ৪-০ গোলে হারানোর পর দলের মনোবল উচ্চে ছিল। ম্যাচের শুরুতেই…

Manvir Goal for Mohun Bagan SG against Hyderabad FC

short-samachar

মোহনবাগানের (Mohun Bagan SG) বিরুদ্ধে নিজেদের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিল হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। মহামেডানকে ৪-০ গোলে হারানোর পর দলের মনোবল উচ্চে ছিল। ম্যাচের শুরুতেই মোহনবাগান বক্সে আক্রমণ করে হায়দরাবাদ। আশীষ রাই চতুর্থ মিনিটে ফাউল করে বিপদ বাড়িয়ে দেন, কিন্তু হায়দরাবাদের ফুটবলার ফ্রি কিক থেকে কিছু বিশেষ সুবিধা করে উঠতে পারেনি।

   

Owen Coyle : পাঞ্জাব বধের রহস্য ফাঁস করলেন ওয়েন কোয়েল

ছয় মিনিটে মানবীর, গ্রেগ স্টুয়ার্ট ও সাহাল আব্দুল সামাদ বল নিয়ে আক্রমণ করলেও সাহালের শট বাইরে চলে যায়। আট মিনিটে আবারও হায়দরাবাদের আক্রমণ, তবে সেই শট প্রতিহত হয়। ফিরতি বল পায়ে নিয়ে মোহনবাগানের জেমি ম্যাকলারেন আবারও আক্রমণ শুরু করেন।

ম্যাচের ১৫ মিনিটে হায়দরাবাদের আব্দুল রাবেকে ফাউল করে হলুদ কার্ড দেখেন বাগানের আলবার্তো। ১৯ মিনিটে মানবীর শট নিলেও বল সাইড নেটে গিয়ে লাগে। ২১ মিনিটে জেমি ম্যাকলারেনের বক্সে নেওয়া শট হায়দরাবাদের গোলরক্ষকের হাতে চলে যায়। ২৩ মিনিটে হায়দরাবাদের শক্তিশালী ডিফেন্সের সামনে মোহনবাগান গোল করার সুযোগ হাতছাড়া করে।

East Bengal FC : লাল-হলুদ জার্সিতে প্রথম গোল করেই বড় বার্তা সৌভিক, আনোয়ারের

২৯ মিনিটে আব্দুল রাবেকে ফাউল করে শুভাশীষ বোস দলের হয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন। এর পরবর্তী সময়ে মোহনবাগান বেশ কিছু আক্রমণ করলেও হায়দরাবাদের ডিফেন্সের কাছে আটকে যায়। ৩৩ মিনিটে হায়দরাবাদ রামহলুঞ্চুঙ্গার আক্রমণ প্রতিহত করেন বাগান গোলরক্ষক বিশাল কাইথ।

৩৭ মিনিটে অনিরুদ্ধ থাপার বাড়ানো বলে মানবীর সিং দুরন্ত শট নিয়ে দলকে ১-০ গোলে এগিয়ে দেন। এই গোলে হায়দরাবাদের আত্মবিশ্বাস কিছুটা নষ্ট হয়। ৪২ মিনিটে আব্দুল সামাদের কাছে গোল করার সুযোগ আসে, তবে তাঁর শট হায়দরাবাদের ডিফেন্ডারের গায়ে লাগে।

আনক্যাপড প্লেয়ার রিটেনশনে নতুন নীতি, বিপাকে ধোনি সহ ৫ অভিজ্ঞ তারকা

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মানবীরকে ফাউল করে হলুদ কার্ড দেখেন আন্দ্রেই আলবা। এই সময়ের মধ্যে হায়দরাবাদ বেশ কয়েকবার আক্রমণ করে, তবে তাঁরা গোলের সামনে গিয়ে কার্যকরী শট নিতে পারেনি।সেক্ষেত্রে  প্রথমার্ধের বেশিরভাগ সময় মোহনবাগানের অধিনায়ক শুভাশীষ মাঝ মাঠে খুবই সক্রিয় ছিলেন।