দীর্ঘ প্রতীক্ষিত মুহূর্তের অবসান ঘটিয়ে ৭.১৫ মিনিটে বল গড়াল যুবভারতীর সবুজ গালিচায়। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’তে (AFC Champions League Two) অভিযান শুরু করছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। প্রতিপক্ষ, তুর্কমেনিস্তানের ক্লাব আহাল এফকে (Ahal FK)। ঘরের মাঠে মরসুমের প্রথম আন্তর্জাতিক মঞ্চে (ACL 2) নামার আগে থেকেই আত্মবিশ্বাসে টইটম্বুর ছিল মেরিনার্স শিবির। তবুও প্রতিপক্ষকে কিছুতেই সহজ ভাবে নেননি সবুজ-মেরুন কোচ হোসে মোলিনা।
ডুরান্ড কোয়ার্টার ফাইনালের হতাশা ভুলে এবার এই ম্যাচে ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর ছিলেন বাগান ফুটবলাররা। কিন্তু প্রতিপক্ষের তরুণ তুর্কি ব্রিগেডের শক্তিকে মাথায় রেখেই তিন বিদেশিকে নিয়ে প্রথম একাদশ সাজিয়েছিলেন স্প্যানিশ কোচ। যদিও ম্যাচের শুরুতেই গোল হজম করতে করতে বেঁচে যায় বাগান। রক্ষণের দুর্গ ভেদ করে সামনে পৌঁছে গিয়েছিল আহালের মিরজোয়াভ সুলেমান। তাঁর নেওয়া শট অল্পের জন্য বাইরে যায়।
Nothing to separate the teams at half time 🤝#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/SStupYcZ5p
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) September 16, 2025
এরপর প্রায় ১০ মিনিটে প্রতিপক্ষের খেলা ভালো করে বুঝে নেন মোলিনার ছাত্ররা। তারপরেই যেন নিজেদের চেনা ছন্দে ফিরে আক্রমণ করতে শুরু করে। ১৩ মিনিটে কামিংসের নেওয়া কর্নার প্রতিহত করেন আহালের ডিফেন্স। সেই ফিরতি বল পেয়ে শট নেন লিস্টন কোলাসো। যদিও পায়ের জঙ্গলে আটকে যায় সেই বল। এর দুই মিনিট পর ফের গোলের খাতা খোলার সুযোগ এসেছিল বাগানের সামনে। কিন্তু বক্সের মধ্যে ফাঁকা জায়গায় দাঁড়ানো কামিংস বল ছোঁয়াতে পারেনি।
এরই মধ্যে ২৩ মিনিটে সহজ কর্নার আদায় করে নেয় আহাল এফকে। কিন্তু লাভের লাভ কিছুই করে উঠতে পারেনি তারা। তবে ৩২ মিনিটে বড় দুর্ঘটনা ঘটে যেত গত মরসুমের ভারত চ্যাম্পিয়নদের জন্য। পোস্ট বাঁচিয়ে দেয় মোহনবাগানকে। ডান প্রান্ত থেকে বেরেনোভের পাস থেকে সুলেমানের পায়ে ছুঁয়ে বল পোস্টে লেগে প্রতিহত হয়। ৩৭ মিনিটে কামিংসের শট বারের উপর দিয়ে বেরিয়ে যায়।
প্রথমার্ধের শেষ মিনিটে গোলের খাতা খুলে বাগানকে চাপে ফেলার সুযোগ ছিল আহালের সামনে। সবুজ-মেরুনের রক্ষণকে ফাঁকি দিয়ে, বাগানের বক্সের মধ্যে ডুকে পরে আহাল অধিনায়ক এলমান। তবে আলবার্তো রদ্রিগেজের প্রচেষ্টায় বিপদ মুক্ত হয়। এরই মধ্যে অতিরিক্ত সময়ে ফাউল করে হলুদ দেখেন টম অলড্রেড। প্রথমার্ধ শেষে স্কোর লাইন ০-০।
📌 Keywords: Mohun Bagan SG,Mohun Bagan vs Ahal FK,AFC Champions League Two 2025,Salt Lake Stadium,Jose Molina tactics,