AFC Champions League Two : “আমরা তৈরি…” কলকাতা পৌঁছেই বাগান নিয়ে হুঙ্কার দিলেন আহাল কোচ?

১৬ সেপ্টেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ (AFC Champions League Two) ২০২৫-২৬ মরসুমে যাত্রা শুরু করবে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। নিজেদের ঘরের মাঠে টুর্নামেন্টের…

Mohun Bagan SG vs Ahal FK in AFC Champions League Two of 2025-26 season

১৬ সেপ্টেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ (AFC Champions League Two) ২০২৫-২৬ মরসুমে যাত্রা শুরু করবে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। নিজেদের ঘরের মাঠে টুর্নামেন্টের গ্রুপ সি’র প্রথম ম্যাচেই তারা মুখোমুখি হচ্ছে তুর্কমেনিস্তানের শক্তিশালী ক্লাব এফকে আহালের (Ahal FK) বিরুদ্ধে।

Lakshya Sen : হংকং ওপেনে ছন্দে ফিরে বাঙালি লক্ষ্যের বাজিমাত, ফাইনালে সত্ত্বিক-চিরাগ জুটিও

   

গত মরসুমে ইন্ডিয়ান সুপার লিগে (ISL) শিল্ড এবং কাপ, দুটিই নিজেদের ঘরে তুলেছিল সবুজ-মেরুনশিবির । সেই সুবাদেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’তে সরাসরি জায়গা করে নেয় তারা। এবার লক্ষ্য আরও বড় মঞ্চে নিজেদের প্রমাণ করা। ঘরের মাঠে প্রথম ম্যাচ হওয়ায় সুবিধা রয়েছে বাগান ব্রিগেডের দিকে। তবে প্রতিপক্ষ যে একেবারে সহজ নয়, তা বুঝিয়ে দিয়েছেন এফকে আহালের কোচ ভেলসাহেত ওভেজোভ।

শুক্রবার মধ্যরাতে কলকাতায় পা রেখেছে এফকে আহাল। আগেও তুর্কমেনিস্তানের ক্লাবগুলি কলকাতার মাঠে খেলতে এসেছে। এএফসি চ্যালেঞ্জ কাপে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে এসেছিল এফকে আরকাদাগ। এবার সেই পথেই এলো আহাল। তাদের দলে নেই কোনও বিদেশি ফুটবলার। পুরোটাই স্থানীয় প্রতিভার ওপর নির্ভর করেই খেলছে দলটি। তবে ফিজিক্যাল ফুটবলে তারা বেশ পারদর্শী, তা আগেই দেখা গিয়েছে পূর্ব অভিজ্ঞতায়।

CFL 2025 : রেলকে লাল সিগন্যাল দেখিয়ে ঝড় তুলল ব্ল্যাক প্যান্থার্সরা, আশার আলো সাদা-কালো শিবিরে

কলকাতা বিমানবন্দরে নামার পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আত্মবিশ্বাসী সুরে ওভেজোভ জানিয়ে দেন, “আমরা মোহনবাগানের খেলা ভালোভাবে বিশ্লেষণ করেছি। আমাদের প্রস্তুতিও সম্পূর্ণ। ম্যাচে যে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে, সে বিষয়ে আমরা তৈরি।” স্পষ্টতই, মোহনবাগানকে সহজ প্রতিপক্ষ ভাবছে না আহাল।

Advertisements

AIFF on IFA Shiled : কবে থেকে শুরু হচ্ছে IFA শিল্ড? মিলল ফেডারেশনের সবুজ সংকেত

অন্যদিকে, মোহনবাগান শিবিরেও প্রস্তুতির খামতি নেই। নতুন মরসুমে শক্তিশালী দল গঠন করেছে তারা। আক্রমণভাগে রয়েছেন দিমিত্রি পেত্ৰাতস, জেসন কামিংস, ম্যাকলারেন, মনবীর সিং এবং লিস্টন কোলাসো। মাঝমাঠের দায়িত্বে দেখা যাবে নতুন ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনহো সঙ্গে অনিরুদ্ধ থাপা, অপুইয়া এবং দীপক টাংরিকে। ডিফেন্সে রয়েছেন শুভাশীষ বোস, মেহতাব সিংয়ের মতো তারকা ভারতীয় ফুটবলাররা। গোলকিপারে বিশ্বস্ত বিশাল কাইথ।

Mohun Bagan SG vs Ahal FK in AFC Champions League Two of 2025-26 season