আগামী মাসের শুরুতেই এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলবে ভারত। যেখানে তাঁদের লড়াই করতে হবে শক্তিশালী সিঙ্গাপুরের বিপক্ষে। লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা বলাই চলে। সেইমতো গত কয়েক সপ্তাহ আগে থেকেই বেঙ্গালুরুতে প্রস্তুতি শিবির শুরু করেছেন খালিদ জামিল। প্রথমদিকে মোট তিরিশ জন ফুটবলারের নাম থাকলেও একাধিক ক্লাবের তরফে ফুটবলারদের ছাড়া হয়েছিল পরবর্তীতে। যারফলে আরও বেশ কিছু ফুটবলারদের ডেকে পাঠিয়ে ছিলেন কোচ। অবশেষে গত কয়েকদিন আগেই জাতীয় শিবিরে যোগদান করেছেন ইস্টবেঙ্গলের পাশাপাশি বেঙ্গালুরু এফসির ফুটবলাররা।
Also Read |
এবার জাতীয় শিবিরে যোগদান করলেন কলকাতা ময়দানের আরেক প্রধান তথা মোহনবাগান (Mohun Bagan SG) সুপার জায়ান্টের তিন ফুটবলার। যাদের মধ্যে রয়েছেন সাহাল আব্দুল সামাদ, দীপক টাংড়ি এবং লিস্টন কোলাসো। তাঁদের উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলবে ভারতীয় দলকে। উল্লেখ্য, গত কাফা নেশনস কাপে জাতীয় শিবিরে ছিলেন না সবুজ-মেরুনের কোনও ফুটবলার। এককথায় যে বিরাট চ্যালেঞ্জিং ছিল খালিদ জামিলের কাছে। যারফলে সীমিত শক্তি নিয়েই প্রতিপক্ষ দল গুলির বিপক্ষে লড়াই করতে ব্লু-টাইগার্সদের। তবুও অনায়াসেই শক্তিশালী তাজিকিস্তানকে আটকে দিয়েছিল ভারত।

Also Read |
তারপর ইরানের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করলেও শেষ পর্যন্ত আসেনি জয়। তবে পরবর্তীতে টাইব্রেকারে শক্তিশালী ওমানকে হারিয়ে ব্রোঞ্জ নিশ্চিত করে ভারতীয় ফুটবল দল। যা নিঃসন্দেহে বিরাট বড় পাওনা ছিল সকলের কাছে। এবার সেই ধারাই বজায় রাখার লক্ষ্য থাকবে ভারতের জাতীয় দলের। কিন্তু কাজটা যে এবার আর ও অনেকটাই কঠিন হতে চলেছে সেটা ভালো মতোই জানেন সকলে। তবে সেইসব নিয়ে খুব একটা ভাবার পরিবর্তে নিজে সেরাটা উজাড় করে দিতে মরিয়া প্রত্যেকে।
অপরদিকে মোহনবাগান সুপার জায়ান্টের পাশাপাশি জাতীয় দলের হয়ে ও নিজেকে মেলে ধরতে চাইবেন উইঙ্গার লিস্টন কোলাসো। তাঁর সক্রিয়তা সহজেই বদলে দিতে পারে ম্যাচের ফলাফল।