ISL দিনক্ষণ ঘোষণার আগেই অনুশীলনে ফুরফুরে মেজাজে বাগান ফুটবলাররা

mohun-bagan-sg-training-update-before-isl-season

গত নভেম্বরের মাঝামাঝি সময় নতুন কোচের নাম ঘোষণা করেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। সেই অনুযায়ী মোলিনা জামানার অবসান ঘটিয়ে দলের দায়িত্ব পেয়েছেন সার্জিও লোবেরা‌। ওডিশা এফসিতে খুব একটা সফল না হলেও কলকাতা ময়দানের এই প্রধানের হয়ে নিজেকে মেলে ধরতে চাইবেন এই স্প্যানিশ কোচ‌।

নতুন বছর নিয়ে ব্যাপক প্রত্যাশা রবসন রবিনহোর

   

সেইমতো পরবর্তীতে তাঁর তত্ত্বাবধানে অনুশীলন শুরু করে দিয়েছিল গোটা দল। তবে বড়দিনের পাশাপাশি বর্ষবরণের অনুষ্ঠানের জন্য বেশকিছুদিন বন্ধ ছিল দলের অনুশীলন। সেইসব দলের সকল ফুটবলারদের ছুটি দিয়েছিলেন কোচ।

সাদা জার্সিতে দুই তারকা, হালান্ডের সই করা বুট পেলেন ভারত অধিনায়ক

গত ২রা জানুয়ারি পর্যন্ত সেই ছুটি কাটিয়ে অবশেষে আজ ফের অনুশীলনে যোগ দিয়েছেন দলের অধিকাংশ ফুটবলাররা। অধিনায়ক শুভাশিস বসু থেকে শুরু করে মনবীর সিং, বিশাল কাইথ, ও আপুইয়ার মতো ভারতীয় ফুটবলারদের পাশাপাশি যথেষ্ট ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে দিমিত্রি পেত্রাতোসদের পাশাপাশি জেমি ম্যাকলারেন ও জেসন কামিন্সদের। বলতে গেলে প্রায় অধিকাংশ ফুটবলারদের এদিন দেখা গিয়েছে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুশীলন গ্ৰাউন্ডে। পূর্বে অনুশীলনের প্রথম থেকে বিদেশি ফুটবলারদের আশা নিয়ে অনিশ্চয়তা থাকলেও এবার ভিন্ন ছবি।

বলতে গেলে সুপার কাপ ভুলে এবার খুব শীঘ্রই দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল খেলতে মুখিয়ে রয়েছেন সকলে। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে দেশের প্রথম সারির অধিকাংশ ফুটবল দল গুলি অনুশীলন বন্ধ করার পাশাপাশি বিদেশি ফুটবলারদের লোন চুক্তির মধ্য দিয়ে অন্যত্র পাঠানো শুরু করলেও বাকিদের থেকে একেবারে ভিন্ন পথে সবুজ-মেরুন। এখনও পর্যন্ত দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল আয়োজন ঘিরে অনিশ্চয়তা থাকলেও প্রথম থেকেই অনুশীলনে প্রায় ফুল অ্যাটেনডেন্স রাখল মেরিনার্সরা।

ISL অনিশ্চয়তার মাঝে ফিফার কাছে ‘বিস্ফোরক’ আবেদন প্রীতম-সুনীলদের

তবে প্রথম দিন থাকায় প্রথম দিকে সার্জিওর তত্ত্বাবধানে মূলত স্ট্রেচিং ও ফিটনেস ট্রেনিং করে গোটা দল। পরবর্তীতে ওয়েট লিফ্টিং করেন জেমি ম্যাকলারেনরা। তারপর বল পায়ে অনুশীলন শুরু করে গোটা দল। পরবর্তীতে পাসিং ফুটবল খেলতে দেখা যায় দলের ফুটবলারদের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন