মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) এ বছরের ইন্ডিয়ান সুপার লিগে দুর্দান্ত ছন্দে রয়েছে। যদিও মরসুমের শুরুটা আশানুরূপ ছিল না, তবে ম্যাচ এগোনোর সঙ্গে সঙ্গেই ফর্মে ফিরেছে সবুজ-মেরুন ব্রিগেড। সাম্প্রতিক চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই জয় এসেছে। কলকাতার বাকি দুই প্রধান দল—মোহামেডান স্পোর্টিং ও ইমামি ইস্টবেঙ্গলকে হারানোর পর, থাংবোই সিংটোর হায়দরাবাদ এফসি’র বিপক্ষেও সহজ জয় এসেছে।
তবে ওডিশা এফসির বিপক্ষে গত অ্যাওয়ে ম্যাচে পুরো পয়েন্টের লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয় মোহনবাগান। ম্যাচটি শেষ হয় ১-১ গোলে অমীমাংসিতভাবে। কলিঙ্গ স্টেডিয়াম থেকে সেই ফলাফল নিয়ে ফিরতে হয় কেবল এক পয়েন্ট নিয়েই। যদিও এই ড্র সমর্থকদের খানিকটা হতাশ করেছিল, তবে দলের লক্ষ্য এখন শক্তিশালী জামশেদপুর এফসি’র বিপক্ষে নিজেদের ঘরের মাঠে জয় ছিনিয়ে আনা।
টিকিটের ব্যবস্থা: অনলাইন ও অফলাইন
আগামী ২৩শে নভেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে জামশেদপুর এফসি’র বিপক্ষে মাঠে নামবে মোহনবাগান। সেই ম্যাচের টিকিট বিক্রি ইতিমধ্যেই অনলাইনে শুরু হয়ে গিয়েছে। তবে এবার সমর্থকদের জন্য অফলাইন টিকিট বিক্রির ব্যবস্থাও করেছে ক্লাব কর্তৃপক্ষ।
মোহনবাগান ক্লাবের তরফে জানানো হয়েছে, বুধবার, ২০শে নভেম্বর থেকে অফলাইনে টিকিট বিক্রি শুরু হবে। ক্লাব তাঁবু থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই টিকিট সংগ্রহ করা যাবে। এছাড়াও সল্টলেক স্টেডিয়ামের ৪ নম্বর গেটের বক্স অফিস থেকেও টিকিট কেনা যাবে। এই বিক্রয় চলবে ২২শে নভেম্বর পর্যন্ত। পাশাপাশি অনলাইনে কেনা টিকিটও রিডিম করতে পারবেন সমর্থকেরা।
4 days until we are back at VYBK! Here’s all the information you need about Matchday Tickets! 🫡#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/Eqltb8ktf8
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) November 19, 2024
দলের প্রস্তুতি ও চোট সমস্যা
ওডিশা ম্যাচের পর দলের ফুটবলারদের কয়েকদিনের বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে ১৯শে নভেম্বর থেকে তারা আবার অনুশীলনে ফিরেছেন। কোচ জুয়ান ফেরান্দো এবং তার সহকারীরা ইতিমধ্যেই কৌশলগত পরিকল্পনা সাজানো শুরু করেছেন। জামশেদপুরের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ঘরের মাঠে জয় ছিনিয়ে আনাই মোহনবাগানের মূল লক্ষ্য।
তবে এই ম্যাচের আগে চোট সমস্যায় ভুগতে হচ্ছে দলে। তারকা ফুটবলার গ্ৰেগ স্টুয়ার্ট এবং অনিরুদ্ধ থাপা এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। পাশাপাশি ডিফেন্ডার আশিস রাইয়ের চোট দলে বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। তার অনুপস্থিতিতে রক্ষণভাগে পরিবর্তন আনতে হতে পারে। একাধিক মূল খেলোয়াড়ের চোটের কারণে কোচের কপালে ভাঁজ পড়েছে।
সমর্থকদের উচ্ছ্বাস
ঘরের মাঠে জামশেদপুর এফসির বিপক্ষে ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। অনলাইনে টিকিট বিক্রি শুরু হওয়ার পরই ব্যাপক সাড়া পড়েছে। এবার অফলাইন টিকিট বিক্রির সুযোগে আরও বেশি সমর্থক মাঠে উপস্থিত হতে পারবেন।
মোহনবাগান ক্লাবের এক কর্মকর্তা জানান, “আমরা সমর্থকদের জন্য সেরা অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই। এবার ঘরের মাঠের ম্যাচে উপস্থিতি আরও বাড়বে বলে আশা করছি।”
পরবর্তী লক্ষ্য
জামশেদপুর এফসির বিপক্ষে জয় নিশ্চিত করলে মোহনবাগান সুপার জায়ান্ট টেবিলে আরও ওপরে জায়গা পাকা করবে। এই ম্যাচের পর আরও কঠিন প্রতিপক্ষদের মুখোমুখি হতে হবে, তাই দলের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এই ম্যাচে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ফুটবলার, কোচ, এবং সমর্থক—সবাই একসঙ্গে মিলেই মোহনবাগানের জয় ছিনিয়ে আনতে বদ্ধপরিকর। এখন দেখার, ২৩শে নভেম্বরের ম্যাচে সবুজ-মেরুন শিবির কতটা সফল হতে পারে।