পত্রবোমার মাঝে মেসার্সে ম্যাচ নিয়ে বড় সিদ্ধান্ত বাগান শিবিরের

ঘরোয়া ফুটবল লিগে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। আবারও মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) বনাম ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) দ্বন্দ্ব নতুন মাত্রা পেল। ১৩…

পত্রবোমার মাঝে মেসার্সে ম্যাচ নিয়ে বড় সিদ্ধান্ত বাগান শিবিরের

ঘরোয়া ফুটবল লিগে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। আবারও মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) বনাম ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) দ্বন্দ্ব নতুন মাত্রা পেল। ১৩ আগস্ট কলকাতা লিগের (CFL 2025) নির্ধারিত ম্যাচে নৈহাটির বঙ্কিমাঞ্জলী স্টেডিয়ামে (Naihati Stadium) মেসার্সের (Measurers Club) বিরুদ্ধে মাঠেই হাজির হল না সবুজ-মেরুন শিবির। ফলে, প্রতিপক্ষ মেসারার্স, রেফারি ও ম্যাচ অফিসিয়ালরা মাঠে উপস্থিত থাকলেও, মোহনবাগানের নামের নিচে খেলোয়াড়দের তালিকা শূন্যই থেকে গেল।

Mohun Bagan SG team not present at Naihati Stadium of CFL 2025 match against Measurers Club

   

মোহনবাগানের পক্ষ থেকে আগেই আইএফএকে চিঠি দিয়ে জানানো হয়েছিল যে, তারা ১৩ তারিখের ম্যাচ খেলতে পারবে না। তাই ম্যাচ পিছোনোর আবেদন করেছিল ময়দানের এই প্রধান। তাদের যুক্তি, ডুরান্ড কাপ ও কলকাতা লিগ—দুই প্রতিযোগিতায় একইসঙ্গে খেলায় ফুটবলারদের উপর শারীরিক চাপ তৈরি হয়েছে। ক্লাবের অনুরোধ ছিল, ডুরান্ড কাপ শেষ হলে তবেই কলকাতা লিগের ম্যাচ দেওয়া হোক।

ডুরান্ড কাপে মোহনবাগানের পরবর্তী ম্যাচ রয়েছে ১৭ আগস্ট, চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। ফলে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের মাঝে মাত্র তিনদিনের ব্যবধানকে ক্লাব পর্যাপ্ত মনে করছে না। সেই কারণেই মেসারার্সের বিরুদ্ধে খেলতে অস্বীকার করে তারা।

কলকাতা লিগের আয়োজক সংস্থার তরফে মোহনবাগানের অনুরোধ নাকচ করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, পূর্বনির্ধারিত সূচি মেনেই ম্যাচ আয়োজন করা হবে। আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, “ডুরান্ড এবং কলকাতা লিগের মাঝে তিনদিন রাখা হয়েছে, খেলোয়াড়দের বিশ্রামের জন্য যথেষ্ট সময়। এক ক্লাবের সুবিধার্থে গোটা সূচি বদলানো সম্ভব নয়। লিগ শুরুর আগেই সব ক্লাবকে জানানো হয়েছিল যে এবারে পুজোর আগেই লিগ শেষ করতে হবে। সেইমতো সূচি তৈরি করা হয়েছে এবং ডুরান্ড কমিটির সঙ্গেও আলোচনা হয়েছিল।”

Advertisements

আইএফএ র ঘোষণামাফিক, ১৩ আগস্ট বিকেলেই মাঠে উপস্থিত হন রেফারি, লাইন্সম্যান, সম্প্রচারকারী সংস্থা ও মেসারার্স দলের খেলোয়াড়রা। নিয়মমাফিক ম্যাচ আয়োজন হয়। কিন্তু মোহনবাগান দলের কেউই উপস্থিত থাকেননি। এর ফলে মোহনবাগান সুপার জায়ান্টের টিমশীট সম্পূর্ণ ফাঁকা ছিল।

সূত্রের খবর, ম্যাচে মোহনবাগান খেলতে না নামায় মেসারার্সকে ওয়াকওভার দেওয়া হতে পারে। সেক্ষেত্রে ম্যাচের তিন পয়েন্ট পাবে মেসারার্স। তবে এই বিষয়ে এখনও IFA কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। লিগ কমিটির বৈঠকে বসে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে।

Mohun Bagan SG team not present at Naihati Stadium of CFL 2025 match against Measurers Club