পরিকল্পনা অনুযায়ী নতুন মরসুমটা শুরু করতে পারেনি মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। প্রিমিয়ার ডিভিশন লিগ তথা সিএফএলের প্রথম ম্যাচেই পরাজিত হতে হয়েছিল পুলিশ অ্যাথলেটিক ক্লাবের কাছে। যা কিছুতেই মেনে নিতে পারেননি দলের সমর্থকরা। কিন্তু সেই হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে খুব একটা সমস্যা হয়নি ডেগি কার্ডোজোর ছেলেদের পক্ষে। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে অতি সহজেই এসেছিল জয়। চারটি গোলের ব্যবধানে অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল কালীঘাট স্পোর্টস লাভার্স দলকে। যেটা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল দলের সকল ফুটবলারদের।
সেই ধারা বজায় রেখেই গত সোমবার বারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে জয় ছিনিয়ে নেয় সবুজ-মেরুন। সম্পূর্ণ সময়ের শেষে দুইটি গোলের ব্যবধানে তাঁরা পরাজিত করেছিল রেলওয়ে এফসিকে। এবার এই ধারাবাহিকতা বজায় রাখাই প্রধান লক্ষ্য ময়দানের এই প্রধান দলের। পাশাপাশি চলতি মাসের মাঝামাঝি সময় থেকেই শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। মাসখানেক আগে দেশের প্রথম সারির একাধিক ফুটবল ক্লাব এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিলে ও টুর্নামেন্ট খেলার ক্ষেত্রে সক্রিয়তা দেখিয়েছে ময়দানের তিন প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট এবং মহামেডান স্পোর্টিং ক্লাব।
সেইমতো নিজেদের পরিকল্পনা সাজাতে শুরু করে দিয়েছে প্রত্যেকে। তবে এক্ষেত্রে গতবারের মতো এবারও দলের অধিকাংশ জুনিয়র ফুটবলারদের সামনে রেখেই এই ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা মেরিনার্সদের। সেইসাথে পরবর্তীতে যুক্ত করা হতে পারে সিনিয়র দলের কয়েকজন খেলোয়াড়দের। তবে এসবের মাঝেই উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, আগামী শনিবার থেকেই ফের দলের অনুশীলনে যোগদান করতে চলেছেন দলের দুই তারকা ফুটবলার। সুহেল আহমেদ ভাট এবং গ্লেন মার্টিন্স।
বিগত কয়েক মরসুম ধরেই সবুজ-মেরুন জার্সিতে অভূতপূর্ব পারফরম্যান্স করে আসছেন এই দুই ভারতীয় ফুটবলার। তাঁদের উপস্থিতিতে ফের পুরনো ছন্দ ফিরে পাবে সবুজ-মেরুন শিবির।