ডুরান্ডের মিনি ডার্বিতে নেই দুই গুরুত্বপূর্ণ ফুটবলার! কারণ ফাঁস করলেন বাগান কোচ

৩১ জুলাই অনুষ্ঠিত হবে চলতি ডুরান্ড কাপের (Durand Cup 2025) মিনি ডার্বি। এই ম্যাচ দিয়েই এবছরের ডুরান্ডে অভিযান শুরু করছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan…

Mohun Bagan SG start Durand Cup 2025 without Subhasish Bose and Manvir Singh due to injury against Mohammedan SC

৩১ জুলাই অনুষ্ঠিত হবে চলতি ডুরান্ড কাপের (Durand Cup 2025) মিনি ডার্বি। এই ম্যাচ দিয়েই এবছরের ডুরান্ডে অভিযান শুরু করছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। প্রতিপক্ষ কলকাতার ময়দানের ঐতিহ্যবাহী ক্লাব মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। টুর্নামেন্টের শুরুতেই হাইভোল্টেজ ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ চড়ছে দুই শিবিরে। যদিও ডায়মন্ড হারবারের কাছে প্রথম ম্যাচেই পয়েন্ট হাতছাড়া করেছে মেহরাজউদ্দিনের দল। অন্যদিকে ম্যাচের আগের দিন কিছুটা চিন্তার মেঘ জমেছে সবুজ-মেরুন শিবিরে।

বুধবার সাংবাদিক বৈঠকে এসে মোহনবাগানের সহকারী কোচ বাস্তব রায় জানিয়ে দিলেন, দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার অধিনায়ক শুভাশীষ বোস (Subhasish Bose) এবং মনবীর সিংয়ের (Manvir Singh) মাঠে নামা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

   

মনবীর সিং, যিনি গত মরসুমে মোহনবাগানের আক্রমণভাগের অন্যতম নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছিলেন, এখন পেশির সমস্যায় ভুগছেন। বাস্তব রায় বলেন, “আমরা মনবীরকে মেডিকেল টিমের নজরদারিতে রেখেছি। খুব বড় কিছু নয়, তবে ঝুঁকি নিতে চাই না। কাল সকালেই তার ফিটনেস রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।”

অন্যদিকে, দলের ডিফেন্সের অন্যতম স্তম্ভ ও অভিজ্ঞ অধিনায়ক শুভাশীষ বোসও এই ম্যাচে খেলতে পারবেন না বলেই সাফ জানিয়ে দেন কোচ। তাকে বুধবার অনুশীলনে সাইড লাইনে রিহ্যাবে দেখা গেছে। কোচের কথায়, “ও এখনো পুরো ফিট নয়। আমরা ওকে নিয়ে তাড়াহুড়ো করছি না। পুরো মরশুমটাই সামনে পড়ে রয়েছে।”

মজার বিষয় হল, এবারের ডুরান্ড কাপের গ্রুপ পর্যায়ে সম্ভবত কোনও বিদেশি ফুটবলারকে মাঠে নামাবে না মোহনবাগান। পুরোপুরি ভারতীয় ফুটবলারদের উপর ভরসা রেখেই অভিযান শুরু করছে সবুজ-মেরুন ব্রিগেড। তাই মনবীর এবং শুভাশীষের মতো সিনিয়র ফুটবলারদের না থাকা নিঃসন্দেহে বড় ধাক্কা হতে পারে প্রথম ম্য়াচেই। কিন্তু মিনি ডার্বির পরের দিন সকালেই কলকাতায় পা রাখছেন বিদেশি ফুটবলার টম অলড্রেড।

Advertisements

তবে বিপক্ষ দল মহমেডান স্পোর্টিংয়ের পক্ষেও এই ম্যাচটা বড় সুযোগ। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার মিশেলে দল সাজিয়েছে সাদা-কালো ব্রিগেড। কলকাতা লিগে টানা ভরাডুবির পর ডুরান্ড কাপে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামতে চলেছে তারা। এদিনের ম্যাচে দর্শকদের উপস্থিতিতে যুবভারতীর গ্যালারি থাকবে উপচে পড়া, তাতে কোনও সন্দেহ নেই। এখন দেখার, মনবীর শেষমেশ নামেন কিনা, আর মোহনবাগানের রক্ষণভাগ কীভাবে সামলায় শুভাশীষের অনুপস্থিতি।

Mohun Bagan SG start Durand Cup 2025 without Subhasish Bose and Manvir Singh due to injury against Mohammedan SC