মোহনবাগানে নতুন বিদেশি ডিফেন্ডার

চমক! বৃষ্টিভেজা রবিবারের তাপমাত্রা এক ধাক্কায় বাড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। মুম্বই সিটি এফসি নয়, মেলবোর্ন সিটি এফসিতে খেলা নুনো রেইস (Nuno…

Nuno Reis Mohun Bagan SG

চমক! বৃষ্টিভেজা রবিবারের তাপমাত্রা এক ধাক্কায় বাড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। মুম্বই সিটি এফসি নয়, মেলবোর্ন সিটি এফসিতে খেলা নুনো রেইস (Nuno Reis) এখন একজন মেরিনার।

৩ ক্রিকেটারকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে BCCI!

   

রবিবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় উত্তেজনার পারদ বেড়েছে মোহনবাগান সুপার জায়ান্টের একটি পোস্টকে কেন্দ্র করে। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে নতুন বিদেশিকে দলে নেওয়ার কথা জানিয়েছে ক্লাব। বিগত কয়েক দিন ধরে নুনো রেইসকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় জল্পনা চলছিল। পর্তুগালের এই ফুটবলার মুম্বই সিটি এফসিতে যোগ দিতে পারেন, এমন সম্ভাবনার কথা শোনা গিয়েছিল। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট জানিয়ে দিল নুনো রেইসকে সই করানোর কথা।

নুনো রেইস ‘এ’ লিগে খেলা পর্তুগালের ফুটবলার। অস্ট্রেলিয়ায় জিতেছেন একাধিক খেতাব। ৩৩ বোকার বয়সী এই ডিফেন্ডার খেলেন সেন্টার ব্যাক পজিশনে। মেলবোর্ন সিটির হয়ে খেলেছেন আশির কাছাকাছি ম্যাচ।

মহামেডানের প্রথম ISL ম্যাচে নজরে থাকবেন ২ ফুটবলার

কে এই নুনো রেইস?

২০১৬ সালের ৫ জুলাই, রেইস গ্রীসের পানাথিনাইকোস এফসি-তে তিন বছরের চুক্তি সই করেন। তিনি সমস্ত প্রতিযোগিতায় ৩৭ টি ম্যাচে অংশ নেওয়ার পর ক্লাব ছেড়েছিলেন। এরপর যোগ দেন ভিটোরিয়া এফসি-তে। ৫ সেপ্টেম্বর পিএফসি লেভস্কি সোফিয়ায় তিন বছরের চুক্তিতে সম্মত হন। ২০২১ সালের ১৮ জানুয়ারি রেইস এ-লিগের মেলবোর্ন সিটি এফসির সঙ্গে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হন। প্রথম মরসুমে ২০ টি ম্যাচ খেলেছিলেন। এই ক্লাবের হয়ে তিনবার জিতেছেন এ লিগের প্রিমিয়ারশিপ, একবার জিতেছেন চ্যাম্পিয়নশিপ।