মনবীর-লিস্টনদের গোলে ধরাশায়ী নর্থইস্ট ইউনাইটেড

ফের জয়ের হ্যাট্রিক মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG)। গত দুইটি ম্যাচে জামশেদপুর এবং চেন্নাইয়িন এফসির বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছিল কলকাতা ময়দানের এই প্রধান।…

Mohun Bagan SG Secures Hat-Trick Win with 2-0 Victory Over Northeast United

ফের জয়ের হ্যাট্রিক মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG)। গত দুইটি ম্যাচে জামশেদপুর এবং চেন্নাইয়িন এফসির বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছিল কলকাতা ময়দানের এই প্রধান। সেই আত্মবিশ্বাস নিয়েই রবিবার সন্ধ্যায় গৌহাটিতে অ্যাওয়ে ম্যাচে খেলতে নেমেছিল মোহনবাগান। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল হুয়ান পেদ্রো বেনালির শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে। সম্পূর্ণ সময়ের শেষে ২-০ গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় নিশ্চিত করে সবুজ-মেরুন ব্রিগেড। এদিন দলের হয়ে গোল করেন যথাক্রমে মনবীর সিং এবং লিস্টন কোলাসো।

বলাবাহুল্য কার্ড সমস্যা থাকায় এদিন মাঠে নামতে পারেননি বাগান অধিনায়ক শুভাশিস বসু এবং স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ। কিন্তু তাঁদের অনুপস্থিতি খুব একটা বুঝতে দেননি আশিক কুরুনিয়ান থেকে শুরু করে টম অলড্রেডের মতো ফুটবলাররা। তারপর সময় যত এগিয়েছে ততই আক্রমণাত্মক হয়ে উঠতে দেখা গিয়েছিল জেমি ম্যাকলারেন থেকে শুরু করে লিস্টন কোলাসোদের। কিন্তু ডিফেন্ডারদের দক্ষতায় কোনও রকমে রেহাই পায় পাহাড়ের এই ফুটবল ক্লাব। ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারেই গোলের সহজ সুযোগ পেয়েছিলেন ভারতীয় দলের তারকা ফুটবলার লিস্টন।

   

Thrilling First Half Mohun Bagan vs Northeast United

কিন্তু কাজের কাজ হয়নি। আশির আখতার থেকে হামজা রেগরাগুইয়ের সক্রিয়তায় বারংবার আটকে যেতে হয় মেরিনার্সদের। অপরদিকে আলাউদ্দিন আজিরেই থেকে শুরু করে জিথিন এমএসের মতো ফুটবলাররা বারংবার আক্রমণে উঠলেও গোলের মুখ খোলা সম্ভব হয়নি তাঁদের পক্ষে। যারফলে অমীমাংসিত ফলাফলে শেষ হয়েছিল ম্যাচের প্রথমার্ধ। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ফের চাপ বাড়াতে শুরু করে মেরিনার্সরা। মাঝমাঠ থেকে আক্রমণ শানিয়ে বারংবার উঠে আসতে শুরু করেন বাগান জেমি ম্যাকলারেন থেকে শুরু করে দিমিত্রি পেত্রাতোসরা। দুরপাল্লার শট নিলেও সেটা গোলে রাখা সম্ভব হয়নি তাঁদের পক্ষে।

তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাগান সমর্থকদের। ম্যাচের ৬৫ মিনিটের মাথায় আক্রমণে উঠে দুরপাল্লার শট নেন মনবীর সিং। কিন্তু সঠিক দিকে ঝাঁপিয়ে ও গোল আটকাতে পারেননি গুরমিত সিং। যারফলে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় মোহনবাগান। তারপর ঠিক মিনিট ছয়েকের ব্যবধানে চলে আসে দ্বিতীয় গোল। এবার দুরপাল্লার শট নেন উইঙ্গার লিস্টন কোলাসো। ফের গোল। দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় সবুজ-মেরুন। তারপর দিমিত্রি পেত্রাতোসের বদলে জেসন কামিন্সকে মাঠে নামিয়ে আক্রমণে আরও ঝাঁঝ বাড়ান জোসে মোলিনা‌। কিন্তু ব্যবধান বাড়ানো আর সম্ভব হয়নি।