জেমির জোড়া গোলে ম্যাচ জিতে শিল্ড জয়ের আরও কাছে সবুজ-মেরুন

Mohun Bagan SG Secure ISL 2024-25 Playoff Spot with 3-0 Win Over Punjab FC

যুবভারতীতে ফের সবুজ-মেরুন ঝড়। নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার সন্ধ্যায় আইএসএলের পরবর্তী হোম ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল প্যানাজিওটিস ডিলমপেরিসের পাঞ্জাব এফসির সঙ্গে। পূর্ণ সময় শেষে ৩-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় মেরিনার্সরা। সবুজ-মেরুন জার্সিতে এদিন জোড়া গোল পান জেমি ম্যাকলারেন। এবং একটি মাত্র গোল পান লিস্টন কোলাসো।

Advertisements

এই জয়ের সুবাদে ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করার পাশাপাশি লিগ শিল্ড প্রায় নিশ্চিত করে ফেলল মোহনবাগান। হিসাব অনুযায়ী দেখলে আইএসএলের এই খেতাব জয় করার ক্ষেত্রে আর হাতেগোনা কয়েকটা ম্যাচ যেটাই যথেষ্ট কলকাতা ময়দানের এই প্রধানের। সেক্ষেত্রে শক্তিশালী পাঞ্জাব এফসির বিপক্ষে জয় এক বিরাট বড় পাওনা সমর্থকদের কাছে। কার্ড সমস্যা দরুন এদিন মাঠে ছিলেন না আপুইয়া এবং টম অলড্রেডের মতো ফুটবলার। যা নিঃসন্দেহে চিন্তায় রেখেছিল সকলকে।

তবে প্রথম থেকেই যথেষ্ট দাপুটে পারফরম্যান্স করতে শুরু করে মোহনবাগান। পাল্টা ছাড়েনি পাঞ্জাব দল। সুযোগ মতো যথেষ্ট ভয়ঙ্কর হতে শুরু করে ফুলগা ভিদাল থেকে শুরু করে পেট্রোস গিয়াকৌমাকিসরা। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বহু চেষ্টা করেও গোলের মুখ খুলতে পারেননি পাঞ্জাব ফুটবলাররা। যারফলে অমীমাংসিত ফলাফলে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই যথেষ্ট আক্রমণাত্মক হয়ে ওঠে মোহনবাগান। বল নিয়ে ঘনঘন পাঞ্জাব রক্ষণে হানা দেন ফুটবলাররা। তারপর চতুর্থ কোয়ার্টারে গোল করে দলকে এগিয়ে দেন জেমি ম্যাকলারেন।

Advertisements

সেই ধাক্কা কাটিয়ে ওঠার কিছু সময়ের মধ্যেই ফের গোল। এবার ব্যবধান বাড়িয়ে যান ভারতীয় তারকা লিস্টন কোলাসো। তারপর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি আজমির সুলজিকদের। শেষ মুহূর্তে ব্যবধান কমানোর পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। বরং দ্বিতীয় গোল করে যান অজি গোলমেশিন জেমি ম্যাকলারেন।