Mohun Bagan SG: ডুরান্ড কাপ নিয়ে টিমের প্ল্যান জানালেন সঞ্জীব গোয়েঙ্কা

Sanjeev Goenka at the inauguration of ATK Mohunbagan

আগামী সেপ্টেম্বর মাসের শেষের দিকেই শুরু হতে চলেছে হিরো আইএসএল। তবে তার আগে আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকেই ডুরান্ড কাপ খেলতে নামতে হবে প্রত্যেকটি দলকে। এছাড়াও এএফসি কাপের মতো সম্মানজনক টুর্নামেন্টে ও অংশগ্রহণ করবে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan SG)। তবে সমস্যা হল দুইটি ফুটবল টুর্নামেন্টই চলবে প্রায় একই সময়ে।

যারফলে, দুটি টুর্নামেন্টে একসঙ্গে খেলতে গিয়ে যে সমস্যা দেখা দেবে তা কিন্তু বলাই চলে। শুধু মোহনবাগান নয়, এমন পরিস্থিতিতে যেকোনো দলের ক্ষেত্রেই দেখা দিতে পারে সমস্যা। তাহলে শেষ পর্যন্ত কোন টুর্নামেন্টে কে বেশি গুরুত্ব দেবে সবুজ-মেরুন? অবশেষে তা জানিয়ে দিলেন দলের কর্নধার সঞ্জীব গোয়েঙ্কা (Sanjeev Goenka)।

   

আসলে আজ ঘন্টাকয়েক আগেই আরপিএসজি অফিস থেকে উন্মোচিত হয়েছে দলের নতুন জার্সি। যেখানে উপস্থিত ছিলেন দলের দুই তারকা ফুটবলার তথা জেসন কামিন্স ও অনিরুদ্ধ থাপা। সেই অনুষ্ঠানের পরেই বিশেষ সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিকদের তরফ থেকে এই বিষয়ে প্রশ্ন করা হলে সঞ্জীব গোয়েঙ্কা বলেন, এটা ঠিক একই সময় দুইটা ফুটবল টুর্নামেন্ট চলবে। যারফলে, দুটিকে তাল মিলিয়ে চলা যেকোনো দলের কাছেই অত্যন্ত কঠিন কাজ। তবে আমরা দুটোকেই সম্পূর্ণ গুরুত্ব দিচ্ছি। আমরা চেষ্টা করবো এই দুই ফুটবল টুর্নামেন্টেই নিজেদের সেরাটা তুলে ধরার। তবে এক্ষেত্রে দলের হেডকোচ হুয়ান ফেরেন্দোর সিদ্ধান্তকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করবে মোহনবাগান।

সেক্ষেত্রে তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেমন দল গঠন করা হবে সেই বিষয়টা সম্পূর্ণ নির্ভর করছে কোচের উপরে। সে ভালো করেই জানে কোথায় কি করা উচিত। এক্ষেত্রে আমরা কোনোরকম হস্তক্ষেপ করব না। বিশেষ সূত্র মারফত খবর, সেই নিয়ে স্পেনে বসেই নাকি সমস্ত পরিকল্পনা সেরে ফেলেছিলেন হুয়ান ফেরেন্দো। তবে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেন বাগানের এই হেডস্যার এখন সেটাই দেখার বিষয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন