Mohun Bagan SG: ফের গোল করলেন সের্তো, জিতল মোহনবাগান

জয়ের সরণীতে ফিরল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। আরএফডিএল টুর্নামেন্টে জোড়া গোলে ম্যাচ জিতেছে বাগান। ফের গোল করেছেন সের্তো। Advertisements আঞ্চলিক পর্বের বাধা অতিক্রম…

Mohun Bagan vs Pax of Nagao

জয়ের সরণীতে ফিরল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। আরএফডিএল টুর্নামেন্টে জোড়া গোলে ম্যাচ জিতেছে বাগান। ফের গোল করেছেন সের্তো।

Advertisements

আঞ্চলিক পর্বের বাধা অতিক্রম করে RFDL-এর জাতীয় পর্যায়ে উন্নীত হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এই পর্বে এসে খেই হারিয়েছিল সবুজ মেরুন তরী। একাধিক ম্যাচ হেরে শেষ হয়েছে সেমিফাইনালে যাওয়ার আশা। তবু জিতেও টুর্নামেন্টে অভিযান শেষ করতে চাইছে মোহনবাগান সুপার জায়ান্টের ছোটোরা।

   

মঙ্গলবার সকালে দিল্লির মাঠে বাগানের খেলা ছিল Pax of Nagoa-এর বিরুদ্ধে। ম্যাচের শুরুর দিকেই গোল তুলে নিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। ১১ মিনিটের কিছু পরেই গোল পেয়ে গিয়েছিল বাগান। গোলকর্তা সের্তো। ধারাবাহিকভাবে গোলের মধ্যে রয়েছেন মণিপুরের এই উঠতি অ্যাটাকার।

সের্তো গোল করার কিছুক্ষণ পরেই আবার গোল মোহনবাগান সুপার জায়ান্টের। এবার গোল দিলেন উত্তম। তিরিশ হওয়ার কিছু আগে হেড দিয়ে গোল করেছিলেন তিনি। Pax of Nagoa-এর আক্রমণ থামিয়ে আক্রমণে ওঠার চেষ্টা করছিল মোহনবাগান সুপার জায়ান্ট। মাঠের লেফট উইং দিয়ে আক্রমণ গড়ে তোলার চেষ্টা করেছিল সবুজ মেরুন ব্রিগেড। ফাউল করে ফেলে প্রতিপক্ষ দল। বক্সের অনেকটা বাইরে থেকে ছোটো করে ফ্রিক নিয়ে গোলের দিয়ে বল ভাসিয়ে দিয়েছিলেন বাগান ফুটবলার। ভেসে আসা বলে মাথা ছুঁইয়ে গোল করেন উত্তম।  ম্যাচ শেষ হওয়ার কিছু আগে আরও একটি গোল দেয় মোহনবাগান সুপার জায়ান্ট। গোল করেন তপন হালদার। বাগানের পক্ষে স্কোরলাইন ৩-০।