কলকাতা লিগে নির্ধারিত সূচিতে কোনও পরিবর্তন হবে না? বুধবার মেসার্সের বিরুদ্ধে ঘরোয়া লিগের ম্যাচ রয়েছে মোহনবাগানের। কিন্তু ডুরান্ড কাপে (Durand Cup 2025) মূল দলের একাধিক ফুটবলার অংশ নিচ্ছেন। ফলে কলকাতা লিগের (CFL 2025) ম্যাচে সেই ফুটবলারদের ছাড়া দল নামাতে চায় না মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। সোমবার এই যুক্তিতে ডুরান্ড কাপ শেষ না হওয়া পর্যন্ত কলকাতা লিগের ম্যাচ পিছোনোর আবেদন জানিয়ে আইএফএকে (IFA) চিঠি দিয়েছিল বাগান শিবির।
কিন্তু ম্যাচ পিছোনোর অনুরোধ খারিজ করে দিল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ)। সবুজ-মেরুন ব্রিগেডের পক্ষ থেকে সময় চাওয়ার পরেও কড়া ভাষায় জানিয়ে দেওয়া হল, নির্ধারিত সময়েই হবে ম্যাচ। বঙ্গ ফুটবল সংস্থার সচিব অনির্বাণ দত্ত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনও একক ক্লাবের সুবিধার্থে গোটা টুর্নামেন্টের সূচিতে বদল আনা সম্ভব নয়।
মোহনবাগান ক্লাবের তরফে আইএফএকে জানানো হয়, ডুরান্ড কাপ চলাকালীন কলকাতা লিগে খেলা সম্ভব নয়। মেসারার্সের বিরুদ্ধে ম্যাচের মাত্র দু’দিন আগে ক্লাব চিঠি দিয়ে জানায়, তাদের অধিকাংশ ফুটবলার ডুরান্ড কাপের স্কোয়াডে রয়েছেন। ক্লাবের মতে, একই সময়ে দুই প্রতিযোগিতায় খেলানো সম্ভব নয়, কারণ অধিকাংশ খেলোয়াড় একাধিক ম্যাচে একটানা খেলছেন। ফলে শারীরিক ও মানসিক চাপ বেড়েছে। ডুরান্ডে খুব বেশি হলে আর তিনটি ম্যাচ বাকি, সেগুলি শেষ হলে লিগে নামতে কোনও সমস্যা থাকবে না।
তবে আইএফএ’র তরফে সাফ জানানো হয়েছে, ম্যাচ পেছানো যাবে না। অনির্বাণ দত্ত বলেন, “ডুরান্ড এবং কলকাতা লিগের মাঝে তিন দিনের ব্যবধান রাখা হয়েছে। এই সময়ের মধ্যে খেলোয়াড়রা বিশ্রাম নিতে পারেন। তাই ম্যাচ খেলতে অসুবিধা হওয়ার কথা নয়।” তিনি আরও বলেন, “লিগ শুরুর আগেই সব ক্লাবকে জানিয়ে দেওয়া হয়েছিল, এবারে পুজোর আগেই লিগ শেষ করতে হবে। সেইমতো সূচি তৈরি করা হয়েছে এবং ডুরান্ড কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে। মোহনবাগানও বিষয়টি জানত, তাই প্রস্তুতি সেইভাবেই নেওয়া উচিত ছিল।”
আইএফএ জানিয়েছে, সোমবার নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে মোহনবাগান ও মেসারার্সের ম্যাচ আয়োজনের সমস্ত প্রস্তুতি থাকবে। যদি মোহনবাগান ম্যাচে না নামে, তাহলে লিগ কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। মেসারার্সকে ওয়াক ওভার দেওয়া হবে কিনা। এক্ষেত্রে মোহনবাগানকে পয়েন্ট হারানোর পাশাপাশি জরিমানাও হতে পারে।
অনির্বাণ দত্ত বলেন, “একটা ক্লাবের জন্য বাকি ২৫টা দলকে অপেক্ষায় রাখা যায় না। প্রতিটি ক্লাবকেই নির্ধারিত সময় অনুযায়ী প্রস্তুত থাকতে হয়। আমরা সূচি সহজ করতেই এবার ম্যাচের সংখ্যাও কমিয়েছি। এত কিছু করার পরেও যদি কেউ শেষ মুহূর্তে ম্যাচ পেছানোর কথা তোলে, তা গ্রহণযোগ্য নয়।”
Mohun Bagan SG request rejected IFA says no match postponed of CFL 2025 to go as scheduled