অনুশীলন করলেন না সাহাল, মাঠে ফিরতে মরিয়া আশীষ ও থাপা

গত বুধবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে‌ বিরাট বড় ব্যবধানে জয় পেয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। তাঁরা পরাজিত করেছে প্যানাজিওটিস ডিলমপেরিসের শক্তিশালী পাঞ্জাব এফসিকে। যেখানে…

Mohun Bagan SG Prepares for Kerala Blasters Match Amid Injury Concerns with Asish Rai and Anirudh Thapa Eager to Return

গত বুধবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে‌ বিরাট বড় ব্যবধানে জয় পেয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। তাঁরা পরাজিত করেছে প্যানাজিওটিস ডিলমপেরিসের শক্তিশালী পাঞ্জাব এফসিকে। যেখানে শুরু থেকেই দেখা গিয়েছিল পাঞ্জাব ফুটবলারদের দাপুট। যদিও সেটা বজায় থাকেনি বেশিক্ষণ। শেষ পর্যন্ত তিনটি গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করে সবুজ-মেরুন। সেই সুবাদে ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করার পাশাপাশি লিগ শিল্ডের থেকে সামান্য দূরে রয়েছে মোহনবাগান। এক্ষেত্রে শক্তিশালী পাঞ্জাব এফসির বিপক্ষে জয় এক বিরাট বড় পাওনা সমর্থকদের কাছে।

   

তবে কার্ড সমস্যা দরুন সেদিন আপুইয়ার পাশাপাশি টম অলড্রেডের মতো ফুটবলাররা না থাকলেও তাঁর কোনও প্রভাব আসেনি ম্যাচের মধ্যে। অমীমাংসিত ফলাফলে প্রথমার্ধ শেষ হলেও দ্বিতীয়ার্ধ থেকেই যথেষ্ট ভয়ঙ্কর হয়ে ওঠে সবুজ-মেরুন। তারপর জেমি ম্যাকলারেনের জোড়া গোল। অতি সহজেই ম্যাচ জয় নিশ্চিত করে দিয়েছিল বাগান শিবিরকে। লিগের সূচি অনুযায়ী আগামী ১৫ই ফেব্রুয়ারি অ্যাওয়ে ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে খেলছে নামবে মোহনবাগান। তাঁর আগে গোটা দলকে দিন চারেকের ছুটি দিয়েছিলেন বাগান কোচ জোসে মোলিনা‌। সেইমতো গত কয়েকদিন নিজেদের মতো করে সময় কাটানোর সুযোগ পেয়েছিলেন দলের সকল ফুটবলাররা।

সেই ছুটির পর গত সোমবার থেকেই ফের অনুশীলন শুরু করেছে মোহনবাগান। রিকভারি সেশনের পর কেরালা ম্যাচের প্রস্তুতির দিকে নজর দিয়েছেন বাগান কোচ জোসে মোলিনা‌। সব ঠিকঠাক থাকলে আগামী ১৪ই ফেব্রুয়ারি কেরালা উড়ে যাবে গোটা দল। তারপর সেই গুরুত্বপূর্ণ লড়াই। তাই সবদিক মাথায় রেখেই একাদশ সাজাতে চাইবেন আইএসএল জয়ী এই স্প্যানিশ কোচ। তবে এক্ষেত্রে সমস্যায় ফেলছে খেলোয়াড়দের চোট সমস্যা। বলাবাহুল্য, গত পাঞ্জাব ম্যাচেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল দুই তারকা ফুটবলার তথা আশীষ রাই এবং সাহাল আব্দুল সামাদকে।

নিঃসন্দেহে যা চিন্তার কারণ সকলের কাছেই। স্বাভাবিকভাবেই আসন্ন ম্যাচে তাঁদের পাওয়া যাবে কিনা সেই নিয়ে ও দেখা দিয়েছে ধোঁয়াশা। তবে ছুটির পর প্রথম দিন দলের সঙ্গে অনুশীলন করেননি তারকা ফুটবলার সাহাল আব্দুল সামাদ। স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ছে সকলের। তবে এদিন প্রথম থেকেই সাইড লাইনে রিহ্যাব সেরেছেন আশীষ রাইয়ের পাশাপাশি অনিরুদ্ধ থাপার মতো ফুটবলার। অর্থাৎ আগামী ম্যাচের আগেই মাঠে ফিরতে মুখিয়ে এই দুই ফুটবলার। তবে শুধুমাত্র রিহ্যাব নয়। গত কয়েকদিন ধরেই বল পায়ে নিজেকে প্রস্তুত করছেন অনিরুদ্ধ থাপা।