গোল পেয়েছেন দিমি, প্রস্তুতি ম্যাচে বড় জয় বাগানের

Dimitri Petratos Mohun Bagan

পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজ বিকেলে যুবভারতীর অনুশীলন গ্ৰাউন্ডে প্রস্তুতি ম্যাচে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। রিজার্ভ দলের বিপক্ষে এই ম্যাচে সম্পূর্ণ সময়ের শেষে ৪-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে সার্জিও লোবেরার ছেলেরা। এদিন দলের হয়ে জোড়া গোল পেয়েছেন অজি তারকা তথা বাগান সমর্থকদের নয়নের মনি দিমিত্রি পেত্রাতোস। এছাড়াও একটি করে গোল করেছেন জেসন কামিন্স এবং সাহাল আব্দুল সামাদ। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। বলাবাহুল্য, হাতে রয়েছে মাত্র কিছুটা সময়।

তারপরই ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে শুরু হয়ে যাবে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল। সেই টুর্নামেন্ট শুরু করার আগে দলের মধ্যে বোঝাপড়া বাড়ানোর পাশাপাশি ফুটবলারদের পুরনো ছন্দ ফেরানোই অন্যতম লক্ষ্য এই নব নিযুক্ত স্প্যানিশ কোচের। সেক্ষেত্রে এমন প্রস্তুতি ম্যাচ নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়ায় দলের খেলোয়াড়দের। অপরদিকে, আরএফডিএল খেলতে যাওয়া মোহনবাগানের যুব দলের ফুটবলাররা সিনিয়রদের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার মধ্য দিয়ে নিজেদের ভুল ত্রুটি শুধরে নিতে যে সক্ষম হবে, সেটা বলাই চলে।

   

যতদূর জানা গিয়েছে, আজকের এই ম্যাচের প্রথমার্ধে সুযোগ বুঝেই দুটি গোল করে যান দিমি‌। এবারের এই সিজনের শুরুতে খুব একটা ফর্মে ছিলেন না এই অস্ট্রেলিয়ান তারকা। ডুরান্ড কাপ থেকে শুরু করে আইএফএ শিল্ড হোক কিংবা সুপার কাপ। তাঁকে নিয়ে অস্বস্তি ছিল ম্যানেজমেন্টের মধ্যে। তবে এবার নিজেকে পুরনো ছন্দে ফিরিয়ে আনতে মরিয়া তিনি। পরবর্তীতে অর্থাৎ ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল করে নিজেদের ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছিলেন জেসন কামিন্স এবং সাহাল আব্দুল সামাদ। এই ছন্দ বজায় রেখেই আইএসএল শুরু করার লক্ষ্য থাকবে লোবেরার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন