HomeSports Newsপাঞ্জাব ম্যাচে বাগানের সম্ভাব্য একাদশ, সুযোগ পাবেন এই ফুটবলাররা

পাঞ্জাব ম্যাচে বাগানের সম্ভাব্য একাদশ, সুযোগ পাবেন এই ফুটবলাররা

- Advertisement -

মোহনবাগান (Mohun Bagan SG) ফুটবল ক্লাবের চোট সমস্যার ঝুঁকি এখন বেশ তীব্র হয়ে উঠেছে। গত কিছুদিন ধরে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা একের পর এক চোটে পড়ছেন, যা কোচ হোসে মোলিনার (Jose Molina) সামনে এক নতুন দুশ্চিন্তা তৈরি করেছে। গ্রেগ স্টুয়ার্ট, দিমিত্রি পেত্রাতোস, এবং আশিক কুরুনিয়ান—এই তিন ফুটবলার চোটের কারণে পাঞ্জাব (Punjab FC) ম্যাচে দলের অংশ হতে পারবেন না। এর ফলে মোহনবাগানকে নতুন করে দল সাজানোর চাপের মুখে পড়তে হয়েছে। চোট সমস্যার কারণে কিছুটা দুর্বল হয়েছে দলের আক্রমণভাগ, তবে মোলিনা এখনও আশাবাদী যে তিনি এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবেন।

কপিল দেবের রেকর্ড ভাঙার পথে জসপ্রিত বুমরাহ

   

মোহনবাগানের কোচ মোলিনা বলেন, “এটা বাস্তব যে একাধিক ফুটবলার চোটের কবলে। তবে আমাদের স্কোয়াডে অনেক ভালো ফুটবলার রয়েছে। আশা করি সবাই মিলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।” তিনি আরও জানিয়েছেন, গ্রেগ, দিমি, আশিক, ধীরাজ, গ্লেন—এই পাঁচ খেলোয়াড়ই পরের ম্যাচে মাঠে নামতে পারবেন না। এমন পরিস্থিতিতে মোলিনা ভারতের ফুটবলারদের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন।

স্টুয়ার্ট এবং পেত্রাতোসের চোটের ফলে আক্রমণভাগে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। গ্রেগ স্টুয়ার্ট যেভাবে মোহনবাগানের আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তাঁর অনুপস্থিতি দলের শক্তিতে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন বাগান সমর্থকরা। একইভাবে, দিমিত্রি পেত্রাতোসের চোটেও দলের পরিকল্পনা নতুন করে সাজানো প্রয়োজন। এদিকে, আশিক কুরুনিয়ানের চোটের কারণে আরও এক খেলোয়াড়ের অনুপস্থিতি দলকে কিছুটা দুর্বল করে দিয়েছে।

সন্তোষ ট্রফির কোয়ার্টার ফাইনালে শক্তি বাড়াচ্ছে বাংলা, প্রতিপক্ষ এই দল

এমন কঠিন পরিস্থিতিতেও, মোলিনার কাছে বিকল্প খেলোয়াড়দের সংখ্যা কমলেও, তিনি আশাবাদী যে, অভিজ্ঞ ফুটবলাররা দলের আক্রমণে নতুন শক্তি যোগ করতে পারবেন। জেসন কামিন্স এবং জেমি মেকলারেনের মতো অভিজ্ঞ ফরোয়ার্ডদের উপর ভরসা রাখতে হবে। কামিন্স ইতিমধ্যে দলের হয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ গোল করেছেন এবং মেকলারেনের উপস্থিতি মাঠে দলকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।

তবে রক্ষণভাগে পরিবর্তনের তেমন কোন সম্ভাবনা নেই। রক্ষণে আলবের্তো রদ্রিগেস এবং টম অলড্রেডের মতো শক্তিশালী সেন্ট্রাল ডিফেন্ডাররা আছেন। ডান দিকের উইং-ব্যাক হিসেবে আশিস রাই এবং বাঁ দিকের উইং-ব্যাক হিসেবে শুভাশিস বসু উপস্থিত থাকবেন। এই ম্যাচে শুভাশিস ফেস মাস্ক পরে মাঠে নামার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, রক্ষণের সামনে আপুইয়া থাকার কথা।

পরিবারের সঙ্গে বড়দিন উদযাপনে বাগানের অজি তারকা

মনবীর সিংয়ের চোটের কারণে ডান দিকের উইংয়ে পরিবর্তন আসতে পারে। মোলিনা সাহাল আব্দুল সামাদকে ডান দিকে খেলানোর পরিকল্পনা করতে পারেন। সাহাল যদি ডান দিকে খেলেন, তবে মাঝমাঠে অনিরুদ্ধ থাপাকে মাঠে নামানো হতে পারে। দলের মধ্যে অনেক পরিবর্তন আনা হলেও, মোলিনা জানিয়ে দিয়েছেন, তিনি যাদের নিয়ে খেলবেন, তাদের নিয়েই পরিকল্পনা সাজাবেন।

মোহনবাগানের চোট সমস্যা আসলেই বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্টুয়ার্ট এবং পেত্রাতোসের মতো দুই গুরুত্বপূর্ণ ফুটবলারের না থাকা দলের আক্রমণ শক্তিকে দুর্বল করে দিয়েছে। তবে মোলিনা আশাবাদী যে, জেসন কামিন্স এবং জেমি মেকলারেনের মতো অভিজ্ঞ ফুটবলাররা মাঠে নামলে আক্রমণের শক্তি আবার ফিরে আসবে। তিনি বলেন, “আমাদের কিছু ফুটবলারের চোট রয়েছে, ফলে বিকল্প কমে গিয়েছে। তবে যাঁরা আছেন, তাদের নিয়েই খেলতে হবে। আমরা তিন পয়েন্টের লক্ষ্য নিয়ে মাঠে নামব।”

ফ্লাইটে দেখা থেকেই ভালবাসা! প্রেমকাহানি ফাঁস পিভি সিন্ধুর

এদিকে, মোহনবাগান গত কয়েক মাসে বেশ কিছু বড় জয় পেয়েছে। তবে, এফসি গোয়ার বিরুদ্ধে পরাজয়ের পর কিছুটা ছন্দ পতন হয়েছে। তবুও, মোলিনা মনে করছেন, দলের এই চোট সমস্যাগুলোর মধ্যেও তাদের লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। মোলিনার মতে, ফুটবল শুধু শক্তিশালী খেলোয়াড়দের নিয়েই নয়, বরং দলের একতা এবং মনোবলও গুরুত্বপূর্ণ। তিনি আশাবাদী যে, তাঁর দল এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সক্ষম হবে এবং পরবর্তী ম্যাচে ভালো ফলাফল নিয়ে মাঠ ছাড়বে।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular