Sunday, December 7, 2025
HomeSports News'তোমার সঙ্গে খেলবো...', মঙ্গলবার সকালের পারদ চড়াল Mohun Bagan SG

‘তোমার সঙ্গে খেলবো…’, মঙ্গলবার সকালের পারদ চড়াল Mohun Bagan SG

- Advertisement -

মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। বলিউডের ‘শয়তান’ সিনেমার গানের সঙ্গে পোস্ট হয়েছে ভিডিওটি। ক্লাবের অনুশীলনের কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে এই ভিডিওতে।

কোন ভারতীয় অ্যাথলিটকে কত টাকা পুরস্কার দিল ভারত সরকার? জেনে নিন

   

ডুরান্ড কাপে দুরন্ত ফর্মে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ভারতীয় ফুটবলারদের সঙ্গে বিদেশি ফুটবলাররাও অনুশীলন শুরু করে দিয়েছেন জোর কদমে। সামনেই রয়েছে ডুরান্ড ডার্বি। চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামবে বাগান। আনোয়ার আলি একাধিক বর্ষের চুক্তিতে লাল হলুদ শিবিরে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে। এমন পরিস্থিতিতে মোহনবাগান সমর্থকদের অনেকের কাছেই আসন্ন ডুরান্ড ডার্বি আদপে ‘বদলার ডার্বি’।

ডুরান্ড কাপের পয়েন্ট তালিকার ভিত্তিতেও ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যে চলছে কাঁটায় কাঁটায় টক্কর। দুই দলই জিতেছে পরপর দু’টি করে ম্যাচ। তবে গোল পার্থক্যের বিচারে মোহনবাগান এগিয়ে রয়েছে। তারা রয়েছে গরুপের শীর্ষে। ইস্টবেঙ্গলের জন্য এই ম্যাচ মাস্ট উইন গেম। বাগানকে হারাতে পারলেই তবেই ডুরান্ড কাপের পরবর্তী পর্বে যেতে পারবে সবুজ মেরুন ব্রিগেড।

‘আরাম করতে হলে…’, টিম ইন্ডিয়ার দায়িত্ব নিয়েই ‘হুঁশিয়ারি’ মার্কোয়েজের

মোহনবাগানের পোস্ট করা এই ভিডিওর শুরুতেই দেখা গিয়েছে অধিনায়ক শুভাশীষ বসুকে। রয়েছেন হেড কোচ হোসে মোলিনা সহ দলের তারকা ফুটবলাররা। গ্রেগ স্টুয়ার্ট, দিমিত্রি পেত্ৰাতস, আশিক কুরুনিয়ানদ সহ একাধিক ফুটবলারকে দেখা গিয়েছে এই ভিডিওতে। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘মেন্টালিটি’।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular