Mohun Bagan SG: ট্রফি জয়ের সহজ উপায় বলে দিলেন জেমি

Advertisements নতুন মরসুমকে সামনে রেখে অনুশীলন শুরু করে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। হেড কোচ হোসে মোলিনার পর্যবেক্ষণে মোহনবাগান দিবস থেকে অনুশীলন শুরু…

Three Mohun Bagan Stars, Jamie Maclaren

Advertisements

নতুন মরসুমকে সামনে রেখে অনুশীলন শুরু করে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। হেড কোচ হোসে মোলিনার পর্যবেক্ষণে মোহনবাগান দিবস থেকে অনুশীলন শুরু করে দিয়েছে সবুজ মেরুন ব্রিগেড। নতুন মরসুমের জন্য হেভিওয়েট দল গঠন করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। গত মরসুমের মতো এবারের সিজনের জন্যও একাধিক নামী ফুটবলারকে সই করিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কারা।

বিজ্ঞাপন

Mohun Bagan: কলকাতা ফুটবল লিগে এবার ঘুরে দাঁড়াবে মোহনবাগান?

জেমি ম্যাকলারেনও (Jamie Maclaren) যোগ দিয়েছেন অনুশীলনে। উপস্থিত ছিলেন মঙ্গলবারের মিডিয়া সেশনে। সাংবাদিকবাদের সঙ্গে কথোপকথনে জেমি ম্যাকলারেন জানিয়েছেন ট্রফি জয় করার জন্য কী করণীয়। ট্রফি জয়ের ম্যাকলারেনের সহজ টোটকা, আক্রমণে উঠতে হবে, গোল করতে হবে, তাহলেই মসৃণ হবে ট্রফি জয়ের পথ।

মেলবোর্ন সিটি এফসির প্রাক্তন ফুটবলার বলেছেন, ‘একজন স্ট্রাইকার হিসাবে আক্রমণাত্মক ফুটবল খেলার জন্য তৈরি থাকতে হবে। গোল করার সুযোগ যত বেশি তৈরি হবে ম্যাচ জয়ের সম্ভাবনা তত বেশি বৃদ্ধি পাবে। যা দলকে জয়ের দিকে নিয়ে যায়,সর্বপরি ট্রফি জয়ের সম্ভাবনা বৃদ্ধি করে।’ ৩০ বছর বয়সী ম্যাকলারেন শুধু গোলদাতা হিসেবেই নয়, দলকে নেতৃত্ব প্রদান করার জন্য পরিচিত।

Mohun Bagan: ১০ মিনিটে সুহেলের হ্যাটট্রিক, মোহনবাগানের ৫ গোল

গত কয়েক মরসুম ধরে মেলবোর্ন সিটি এফসিতে অধিনায়কের আর্মব্যান্ড পরে গুরু দায়িত্ব পালন করেছেন। অধিনায়ক হিসাবে নেতৃত্ব দেওয়ার কয়েক বছরের অভিজ্ঞতার জন্য তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য হবেন। মোহনবাগান এসজি এশিয়ান মঞ্চে ভাগ্য পরীক্ষা করতে চলেছে। সেখানে জেমির এই বৈশিষ্ট মাঠে কাজে লাগতে পারে ।