দলের এই তরুণ ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা বাগানের

ইন্ডিয়ান সুপার লিগের (ISL) শুরুটা খুব একটা ভালো ছিল না মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG)। প্রথম ম্যাচেই তাঁদের আটকে যেতে হয়েছিল শক্তিশালী মুম্বাই সিটি…

Mohun Bagan SG League Leaders

ইন্ডিয়ান সুপার লিগের (ISL) শুরুটা খুব একটা ভালো ছিল না মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG)। প্রথম ম্যাচেই তাঁদের আটকে যেতে হয়েছিল শক্তিশালী মুম্বাই সিটি এফসির (Mumbai City FC) কাছে। কিন্তু সময় এগোনোর সাথে সাথেই দুরন্ত ছন্দে ধরা দেয় ময়দানের এই প্রধান। যারফলে অনায়াসেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসে মোহনবাগান। মাঝে কয়েকটি ম্যাচে জোড় ধাক্কা খেতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি সবুজ-মেরুন ব্রিগেডের। যারফলে গতবারের মতো এবারও টুর্নামেন্টের লিগ শিল্ড জয়ের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছে মোহনবাগান।

বক্সিং-ডে টেস্টে পরাজয়ে হতাশা ভারতীয় সাজঘরে, আশার আলো দেখাবে লঙ্কা সেনারা?

   

সপ্তাহ কয়েক আগে অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী এফসি গোয়ার কাছে পরাজিত হতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি মেরিনার্সদের। দিনকয়েক আগেই চলতি বছরের শেষ ম্যাচে প্যানাজিওটিস ডিলমপেরিস পাঞ্জাব এফসির মুখোমুখি হয়েছিল জোসে মোলিনা‌র ছেলেরা। সেই ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে থাকতে হলেও দ্বিতীয়ার্ধে অনায়াসেই ম্যাচে ফিরে আসে সবুজ-মেরুন। তারপর দলের ভরসাযোগ্য ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ থেকে শুরু করে জেমি ম্যাকলারেনের গোলে ম্যাচ জিতে নেয় মোহনবাগান।

ভারত বনাম অস্ট্রেলিয়া বক্সিং-ডে টেস্টে জুড়ল এই নতুন মাইলফলক

নতুন বছরের শুর থেকে ও এমন অনবদ্য পারফরম্যান্স করতে বদ্ধপরিকর সবুজ-মেরুন।‌ তবে শুধুমাত্র ভালো পারফরম্যান্স করাই নয় নয়া বছরের শুরুতেই দলের বেশ কয়েকজন তরুণ প্রতিভার সঙ্গে চুক্তি বাড়ানোর পথে হাঁটতে পারে বাগান ম্যানেজমেন্ট। এক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে দলের তরুণ গোলরক্ষক ধীরাজ সিংয়ের (Dheeraj Singh) নাম। বলাবাহুল্য, চলতি মরসুমের শুরুতে এফসি গোয়া থেকে এই গোলরক্ষককে নিজেদের দলে সই করিয়েছিল সবুজ-মেরুন। হিসাব অনুযায়ী আগামী বছরের মে মাস পর্যন্ত তাঁর সঙ্গে দলের চুক্তি থাকলেও মনে করা হচ্ছে সেটি আরও বাড়াতে পারে দল।

বছর শেষের আগেই আনন্দে আত্মহারা মহামেডান সমর্থকরা! আসছেন এই ফুটবলার

বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, বর্তমানে এই গোলরক্ষকের সঙ্গে নাকি আরও দুইটি ফুটবল মরসুমের চুক্তি বাড়ানোর কথা ভাবছে মোহনবাগান ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে সব ঠিকঠাক থাকলে আগামী ২০২৭ সাল পর্যন্ত দলের জার্সিতে দেখা যেতে পারে ধীরাজকে।