গত রবিবারের রাত ভারতীয় ক্রীড়াজগতের জন্য এক অবিস্মরণীয় রাত হয়ে থাকবে। একদিকে কলকাতার ফুটবলপ্রেমীদের নজর ছিল মোহনবাগান সুপার জায়ান্টসের (Mohun Bagan SG) গুরুত্বপূর্ণ আইএসএল ম্যাচে, অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) তে চলছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ক্রিকেট ম্যাচ। মোহনবাগান ওডিশার বিরুদ্ধে দিমির করা শেষ মুহূর্তের গোলে শিল্ড ছিনিয়ে নিয়েছে। অন্যদিকে ভারত ৬ উইকেটে পাকিস্তানের বিরুদ্ধে জিতে সেমিফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছে। পাশাপাশি বিরাটের ১০০ নট আউট ছিলো ক্রীড়াপ্রেমীদের কাছে উপরি পাওনা। এ নিয়ে ভারত ও বিরাটকে শুভেচ্ছা জানিয়েছেন মোহনবাগানের মালিক সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)।
ব্যাট হাতে কোহলি ছিলেন যেন অপ্রতিরোধ্য। তাঁর দক্ষ স্ট্রোক প্লে ও আত্মবিশ্বাসী ব্যাটিং ভারতের জয় নিশ্চিত করে। বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে, যার ফলে সহজেই জয় তুলে নেয় ভারতীয় দল।
এবিষয়ে মোহনবাগানের মালিক সঞ্জীব গোয়েঙ্কা সোশ্যাল মিডিয়ায় ভারতকে শুভেচ্ছাবার্তা জানায়। পাশাপাশি সেঞ্চুরির জন্য বিরাটকে শুভেচ্ছাও জানান তিনি।
While the crucial @mohunbagansg #ISL match kept me from watching most of the India-Pakistan clash last evening, managed to catch the highlights. Congratulations #TeamIndia on a commanding performance and a special applause to @imVkohli for that masterful century. A remarkable… pic.twitter.com/aYG35Swxv9
— Dr. Sanjiv Goenka (@DrSanjivGoenka) February 24, 2025