কলকাতায় পা রাখলেন বাগানের নয়া ব্রাজিলিয়ান ‘গোলমেশিন’ রবসন

Mohun Bagan SG new Brazilian footballer Robson Robinho reached Kolkata on 1st September
Advertisements

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কলকাতায় (Kolkata) এসে পৌঁছলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার (Brazilian Footballer) রবসন রবিনহো (Robson Robinho)। সোমবার সকাল ৮টা ১৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছনো মাত্রই তাঁকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েন মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) সমর্থকরা। কালো টি-শার্ট পরা রবসন বিমানবন্দরের গেট দিয়ে বের হতেই তাঁর উদ্দেশে উচ্ছ্বাস, গর্জন ও অভিনন্দনের বন্যা বইয়ে দেন উপস্থিত বাগান সমর্থকেরা।

Advertisements

গত ৩০ আগস্ট মোহনবাগানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন তিরিশ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সেই থেকেই দিন গুনছিলেন সবুজ-মেরুন সমর্থকেরা। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে রবসনের কলকাতায় পা রাখা নিঃসন্দেহে এক বড় মুহূর্ত হয়ে উঠেছে গোটা বাগান শিবিরের কাছে।

ফুটবলের দেশ ব্রাজিলে বেড়ে ওঠা রবসনের ফুটবল কেরিয়ার যথেষ্ট সমৃদ্ধ। ব্রাজিলিয়ান সিরি এ-তে খেলার পাশাপাশি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বসুন্ধরা কিংসের হয়ে তিন বছরে সাতটি ট্রফি জিতে নিয়েছেন। ১৭ টা ম্যাচ খেলে করেছেন ৬৪টি গোল। সতীর্থকে গোল করার বল সাজিয়ে দিয়েছেন ৪৯টি, তাঁর দক্ষতা ও ধারাবাহিকতার প্রমাণ। দক্ষিণ এশিয়ায় ‘গোলমেশিন’ নামে পরিচিত রবসন রবিনহোর আগমন নিঃসন্দেহে মোহনবাগানের আক্রমণভাগে নতুন গতি ও শক্তি এনে দেবে।

Advertisements

আগামী ১৬ সেপ্টেম্বর থেকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’র অভিযান শুরু করবে মোহনবাগান। সেই প্রতিযোগিতার আগে রবসনের মতো অভিজ্ঞ ও সফল ফুটবলারের দলে যোগ দেওয়া নিঃসন্দেহে হোসে মোলিনার কৌশলে বাড়তি জোর দেবে। বিমানবন্দরেই পুষ্পস্তবক দিয়ে রবসনকে স্বাগত জানান সমর্থকেরা। সাড়া দিয়ে হাত নাড়িয়ে তিনি জানিয়ে দেন কলকাতায় এসে কতটা উচ্ছ্বসিত তিনি নিজেও।

চুক্তির পরে মোহনবাগান মিডিয়াকে দেওয়া সাখ্যাৎকারে রবসন জানিয়েছিলেন, “এর আগে বসুন্ধরার হয়ে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা আমার আছে। তখন থেকেই জানি মোহনবাগান ভারতের সেরা ও সফলতম ক্লাব। ওই ম্যাচে আমি কীরকম খেলেছিলাম তা সবুজ-মেরুন সমর্থকরা নিশ্চয়ই মনে আছে। এবার সেই সবুজ মেরুন জার্সি পরেই আমি সেরকমই সাফল্য পাব আশা করছি। অপেক্ষা করুন।”

মোহনবাগান প্রসঙ্গে তিনি বলেছিলেন, “গত বছর মোহনবাগান সুপার জায়ান্ট ভারতের সেরা দুটো লিগ-কাপেই চ্যাম্পিয়ন হয়েছে। তাদের গত পাঁচ বছরের সাফল্যের রেকর্ড ভারতের আর কোনও ক্লাবের নেই। সেরা বিদেশিরা এই ক্লাবে খেলে। ভারতের জাতীয় দলের বেশিরভাগ ফুটবলারও খেলে মোহনবাগানে। আমি ওদের একজন সতীর্থ হয়ে আসছি, ওদের সাহায্য করার জন্য। ক্লাবে আরও ট্রফি আনতে চাই, ওদের সঙ্গে খেলে।”

Mohun Bagan SG new Brazilian footballer Robson Robinho reached Kolkata on 1st September

Advertisements