নতুন সিজনের শুরুটা খুব একটা ভালো হয়নি মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG)। গ্ৰুপ পর্বের চ্যাম্পিয়ন হয়ে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ওঠার পর পড়শী ক্লাব ইস্টবেঙ্গলের বিপক্ষে খেলতে নেমেছিল হোসে মোলিনার ছেলেরা। কিন্তু সেখানে আসেনি জয়। অস্কার ব্রুজোর দলের কাছে শেষ পর্যন্ত একটি গোলের ব্যবধানে পরাজিত হতে হয়েছিল জেসন কামিন্সদের। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকলকে। এমন পরাজয় কিছুতেই ভালোভাবে নেয়নি ম্যানেজমেন্ট। আসলে অন্যান্য দল গুলির তুলনায় দেরিতে অনুশীলন শুরু করাই যেন সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।
Also Read | সবুজ-মেরুনে মেহতাব! কবে থেকে অনুশীলনে নামবেন? জানুন
এই ধাক্কা কাটিয়ে খুব শীঘ্রই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর সবুজ-মেরুন ব্রিগেড। হাতে মাত্র কিছুদিন। তারপরেই আগামী ১৬ ই সেপ্টেম্বরে এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের অভিযান শুরু করবে মোহনবাগান সুপার জায়ান্ট। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আহাল এফসি। তারপর হুসেইনহাল থেকে শুরু করে সেপাহান এসসির সঙ্গে ও লড়াই করতে হবে। এক কথায় বলতে গেলে বিরাট চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে মেরিনার্সদের জন্য। তাই সবদিক মাথায় রেখেই খেলোয়াড়দের সম্পূর্ণ ম্যাচফিট করতে চাইছেন মোলিনা।
𝗣𝗔𝗦𝗦. 𝗠𝗢𝗩𝗘. 𝗕𝗨𝗜𝗟𝗗. ✨#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/x4EVyVv0xY
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 22, 2025
দেশীয় ফুটবলারদের পাশাপাশি এক্ষেত্রে বাড়তি বাড়তি নজর দেওয়া হচ্ছে বিদেশি ফুটবলারদের দিকে। উল্লেখ্য, দলের অনুশীলন শুরু হওয়ার বেশকিছুদিন পরে শহরে এসেছিলেন জেমি ম্যাকলারেন থেকে শুরু করে জেসন কামিন্স এবং দিমিত্রি পেত্রাতোসের মতো ফুটবলাররা। যারফলে তাঁদের ফিটনেস নিয়ে এখনও সংশয় রয়ে গিয়েছে বাগান কোচের। তাই সবদিক মাথায় রেখেই এবার বিশেষ করে বিদেশি ফুটবলারদের ম্যাচফিট করতে বিশেষ পরিকল্পনা নিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। বিশেষ সূত্র মারফত খবর, দলের তিন বিদেশি ফুটবলারদের বিশেষ ফিটনেস ট্রেনিং করাচ্ছেন কোচ।
Also Read | ভারতীয় ফুটবলকে বিদায় জানিয়ে ফিনল্যান্ড ক্লাবে ফিরলেন কাউকো
ডুরান্ডে দলের ভালো পারফরম্যান্স না হলেও এবার আন্তর্জাতিক মঞ্চে দলকে সাফল্য এনে দিতেই তৎপর গতবারের আইএসএল জয়ী কোচ। বর্তমানে এসিএল টায়ার টুয়ের ম্যাচের দিকেই নজর থাকবে সকলের।