দ্বিতীয় পর্বের সূচি প্রকাশ করল ISL, রইল বাগান শিবিরের ম্যাচের সম্পূর্ণ তালিকা

শনিবার আইএসএলের (ISL) চলতি মরশুমে কলকাতা ডার্বি। ইস্ট-মোহনের ম্যাচেকে কেন্দ্র করে উন্মাদনা তত বৃদ্ধি পাচ্ছে ফুটবলপ্রেমীদের মধ্যে। ১৯ অক্টোবরের ডার্বির খেলতে নামার আগে অনুশীলনে চূড়ান্ত…

mohun-bagan-sg-isl-match-schedule

শনিবার আইএসএলের (ISL) চলতি মরশুমে কলকাতা ডার্বি। ইস্ট-মোহনের ম্যাচেকে কেন্দ্র করে উন্মাদনা তত বৃদ্ধি পাচ্ছে ফুটবলপ্রেমীদের মধ্যে। ১৯ অক্টোবরের ডার্বির খেলতে নামার আগে অনুশীলনে চূড়ান্ত ব্যস্ত ইস্টবেঙ্গল (East Bengal FC) এবং মোহনবাগান (Mohun Bagan SG) দুই শিবিরের ফুটবলাররা। এর আগেই ঘোষিত হল ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগের ম্যাচের দিনক্ষণ। নতুন বছরে কবে রয়েছে আইএসএল ডার্বি এবং নৌকাবাহিনীর বাকি ম্যাচ গুলি? জানতে মুখিয়ে রয়েছেন বাগান সমর্থকরা।

ডার্বির আগেই প্রকাশ ফিরতি ডার্বির দিনক্ষণ, ইস্ট-মোহন ছাড়াও মিনি ডার্বি কবে দেখে নিন

   

মোহনবাগান সুপার জায়ান্টদের খেলার সময় সূচি :

২ জানুয়ারি, ২০২৫ : মোহনবাগান এসজি বনাম হায়দরাবাদ এফসি (সন্ধ্যা ৭.৩০ মিনিট)
১১ জানুয়ারি, ২০২৫ : মোহনবাগান এসজি বনাম ইস্টবেঙ্গল এফসি (সন্ধ্যা ৭.৩০ মিনিট)
১৭ জানুয়ারি, ২০২৫ : জামশেদপুর এফসি বনাম মোহনবাগান এসজি (সন্ধ্যা ৭.৩০ মিনিট)
২১ জানুয়ারি, ২০২৫ : চেন্নাইয়ন এফসি বনাম মোহনবাগান এসজি (সন্ধ্যা ৭.৩০ মিনিট)
২৭ জানুয়ারি, ২০২৫ : মোহনবাগান এসজি বনাম বেঙ্গালুরু এফসি (সন্ধ্যা ৭.৩০ মিনিট)
১ ফেব্রুয়ারি , ২০২৫ : মহামেডান এসসি বনাম মোহনবাগান এসজি (সন্ধ্যা ৭.৩০ মিনিট)
৫ ফেব্রুয়ারি , ২০২৫ : মোহনবাগান এসজি বনাম পাঞ্জাব এফসি (সন্ধ্যা ৭.৩০ মিনিট)
১৫ ফেব্রুয়ারি , ২০২৫ : কেরালা ব্লাস্টার্স এফসি বনাম মোহনবাগান এসজি (সন্ধ্যা ৭.৩০ মিনিট)
২৩ ফেব্রুয়ারি , ২০২৫ : মোহনবাগান এসজি বনাম ওডিশা এফসি (সন্ধ্যা ৭.৩০ মিনিট)
১ মার্চ , ২০২৫ : মুম্বাই সিটি এফসি বনাম মোহনবাগান এসজি (সন্ধ্যা ৭.৩০ মিনিট)
৮ মার্চ , ২০২৫ : মোহনবাগান এসজি বনাম এফসি গোয়া (সন্ধ্যা ৭.৩০ মিনিট)

এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলে দুটিতে জিতে এবং এক ম্যাচে ড্র করে ৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে মোলিনার দল মোহনবাগান।