শুভাশিস না খেললে দীপেন্দুই হয়তো মলিনার পছন্দ

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ডুরান্ড কাপের সেমিফাইনাল খেলতে গিয়ে চোট পেয়েছিলেন শুভাশিস বসু। ফাইনাল ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি।…

Mohun Bagan SG Durand Cup Final

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ডুরান্ড কাপের সেমিফাইনাল খেলতে গিয়ে চোট পেয়েছিলেন শুভাশিস বসু। ফাইনাল ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এই ম্যাচে শুভাশিস খেলতে পারবেন কি না সে ব্যাপারে জল্পনা রয়েছে। শুভাশিস না খেললে হোসে মলিনার প্রথম পছন্দ হতে পারেন তরুণ দীপেন্দু বিশ্বাস।

   

জল্পনার অবসান ঘটিয়ে গোয়েঙ্কার টিমে জাহির

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন মোহনবাগান সুপার জায়ান্টের অধিনায়ক শুভাশিস বসু। আপাতভাবে চোট খুব একটা গুরুতর নয় বলেই মনে করা হচ্ছে। কিন্তু লম্বা মরশুমের কথা মাথায় রেখে অভিজ্ঞ স্প্যানিশ কোচ কতটা ঝুঁকি নিতে চাইবেন সে ব্যাপারে প্রশ্ন রয়েছে। মলিনা এর আগে স্পটই জানিয়ে দিয়েছিলেন ‘আসল’ মরশুম শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ থেকে। সেই সঙ্গে থাকবে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ২। সব মিলিয়ে শুভাশিসকে ডুরান্ড কাপের ফাইনালে দেখা না গেলে ফুটবল প্রেমীরা হয়তো অবাক হবেন না।

মোহনবাগান সুপার জায়ান্ট চলতি ডুরান্ড কাপে প্রচুর গোল দিয়েছে। সেই সঙ্গে বেশ কিছু গোল হজমও করেছে। দুই বিদেশি ডিফেন্ডারকে মাঠে নামিয়েও রক্ষণভাগের ফাটল এখনও বোজাতে পারেননি মলিনা। শুভাশিস না খেললে বাগান কোচের চিন্তা আরও বাড়তে পারে।

Jamie Maclaren: ডুরান্ড ফাইনালে খেলবেন জেমি? জানুন আপডেট

শুভাশিস যদি খেলতে না পারেন তাহলে হোসে মলিনার প্রথম পছন্দ হতে পারেন দীপেন্দু বিশ্বাস। তরুণ এই ডিফেন্ডার ইতিমধ্যে নজর কেড়েছেন। সেমিফাইনালে শুভাশিস চোট পেয়ে মাঠ ছাড়ার পর দীপেন্দুকেই মাঠে নামিয়েছিলেন কোচ। দীপেন্দু যতক্ষণ মাঠে ছিলেন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। মোহনবাগান সমর্থকরাও উঠতি ডিফেন্ডারকে প্রশংসায় ভড়িয়েছেন।