কলকাতা ফুটবল লিগের আগে ফর্মে দেখাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan SG)। অনুশীলন ম্যাচে জয় পেয়েছে দল। নৈহাটির মাঠে ভালো খেলেছে সবুজ মেরুন ব্রিগেড। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী শুক্রবার প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। বিএসএস-এর বিরুদ্ধে এই প্রস্তুতি ম্যাচের শুরু থেকে গোল তুলে নেওয়ার চেষ্টা করেছিল বাগান। বিএসএস-এর বিরুদ্ধে ২-০ গোলে জয় লাভ করেছে বাগান। গোল করেছেন রাজ বাস্ফোর। তাঁর করা গোলেই নিশ্চিত হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের জয়।
কলকাতা ফুটবল লিগের আগে রিজার্ভ দলের ফুটবলারদের নিয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন নব নিযুক্ত কোচ ডেগি কের্দোজো। বাস্তব রায়ের জায়গায় আসন্ন মরসুমে তিনিই মোহনবাগানের রিজার্ভ দলের কোচ। ক্লাবের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কলকাতা ফুটবল লিগে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল নামাবে মোহনবাগান সুপার জায়ান্ট। সেই মতোই হচ্ছে অনুশীলন ও প্র্যাকটিস ম্যাচ। বিএসএস-এর বিরুদ্ধে কয়েক জন নামী ফুটবলারকে মাঠের বাইরে রেখেই দল নামিয়েছিলেন কোচ। ডান প্রান্ত বরাবর একাধিক আক্রমণ গড়ে তোলার চেষ্টা করেছিল সবুজ মেরুন ব্রিগেড।
Another friendly game done by our young mariners at Naihati stadium 🏟️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/VC2VCE5nI9
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) June 21, 2024
আর কয়েক দিন পর থেকেই শুরু হচ্ছে কলকাতা ফুটবল লিগ। সিএফএল ২০২৪-কে হালকাভাবে নিতে চাইছে না মোহনবাগান সুপার জায়ান্ট। বরং মরসুমের শুরু থেকেই ভাল ফলাফল করার ব্যাপারে আশাবাদী ক্লাব। সেই লক্ষ্য নিয়েই শুরু হয়েছে অনুশীলন। বাগানের গতবারের রিজার্ভ দল বেশ সাড়া জাগিয়েছিল। কলকাতা ফুটবল লিগ ২০২৩ ও ডুরান্ড কাপ ২০২৩-এ উঠতি ফুটবলারদের ওপর অনেকটা আস্থা রেখেছিল মোহনবাগান। এবারেও তার ব্যতিক্রম হবে না। সবুজ মেরুন ক্লাবের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে উঠতি ফুটবলারদের ওপর আস্থা রাখা হলেও কলকাতা ফুটবল লিগকে একেবারেই হালকাভাবে দেখা হচ্ছে না।