আইএসএল অতীত! রক্ষণ মজবুত করতে বাগান শিবিরের ভরসা লাল-হলুদ প্রাক্তনী

২০২৪-২৫ আইএসএলে (ISL) লিগ শিল্ড জিতে নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। দলের খেলোয়াড় থেকে সমর্থক সবাই এখন আনন্দে মাতোয়ারা। বাকি আছে আর দুটি…

East Bengal FC Footballer PV Vishnu selected as Player of the Month in ISL

২০২৪-২৫ আইএসএলে (ISL) লিগ শিল্ড জিতে নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। দলের খেলোয়াড় থেকে সমর্থক সবাই এখন আনন্দে মাতোয়ারা। বাকি আছে আর দুটি ম্যাচ। এমত পরিস্থিতিতে আগামী সিজনে একটি অভিজ্ঞ সেন্টার ব্যাক প্রয়োজন হলে মোহনবাগান মুম্বাই সিটি (Mumbai City FC) র তারকা ডিফেন্ডার মেহতাব সিং (Mehtab Singh) কে দলের বিকল্প হিসেবে বিবেচনা করতে পারে। মুম্বাই সিটির জন্য গত মরসুমে অসাধারণ পারফরম্যান্স দেখানো মেহতাব সিং বর্তমানে আইএসএলের অন্যতম সেরা সেন্টার ব্যাক হিসেবে পরিচিত। তার শক্তিশালী শারীরিক গঠন, বুদ্ধিদীপ্ত পজিশনিং এবং বল চুরির দক্ষতা তাকে একটি প্রয়োজনীয় সম্পদ করে তোলে।

মোহনবাগান দলের আক্রমণ এবং রক্ষণের মধ্যে ভারসাম্য বজায় রাখতে খেলোয়াড়ের তালিকায় মেহতাব সিংকে নিজেদের দলে যুক্ত করতে আগ্রহী হতে পারে। সেন্টার ব্যাক হিসেবে মেহতাবের অভিজ্ঞতা এবং খেলায় পারফরম্যান্স তাকে মোহনবাগানের জন্য উপযুক্ত বিকল্প হিসেবে তুলে ধরছে।

   

মেহতাব সিং মুম্বাই সিটিতে দারুণ সফল সময় কাটিয়েছেন এবং আইএসএলে তার অবদান অস্বীকারযোগ্য। তার নেতৃত্বের গুণাবলী এবং ডিফেন্সিভ স্ট্র্যাটেজি দলের জন্য অনেক উপকারী হতে পারে। মোহনবাগান বর্তমানে বেশ কিছু পরিবর্তন এবং নতুন সাইনিংয়ের মাধ্যমে দলের শক্তি বাড়ানোর চেষ্টা করছে এবং মেহতাব সিং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

মেহতাব এর আগে ইস্টবেঙ্গলেও তার সেরা কিছু সময় কাটিয়েছে। ২০১৯-২০ মরসুমে লাল-হলুদ জার্সিতে মাঠ কাঁপান তিনি। পরবর্তী সময়ে মুম্বইয়ের জার্সি গায়ে চাপান তিনি। যদিও ২০২৬-এর মে মাস পর্যন্ত ক্রেটকির দলেই সই আছে তার।

Advertisements

এখন দেখার বিষয় পরবর্তী পরিকল্পনায় বাগান শিবির মেহতাব সিংকে দলে আনতে কী পদক্ষেপ নেয়।