এবারের সিজনের শুরুটা খুব একটা ভালো হয়নি মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG)। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের গ্রুপ পর্বে ভালো পারফরম্যান্স থাকলেও কোয়ার্টার ফাইনালে পরাজিত হতে হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গলের কাছে। তারপর এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের ম্যাচ জয় দিয়ে শুরু করার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে পরাজিত হতে হয়েছিল তুর্কমেনিস্তানের ক্লাব আহাল এফকের কাছে। যেটা নিঃসন্দেহে বিরাট বড় ধাক্কা ছিল সকলের কাছে।
এই ধাক্কা ভুলে পরবর্তী ম্যাচেই ঘুরে দাঁড়ানো অন্যতম লক্ষ্য বাগান ব্রিগেডের। সেইমতো দলের সকল ফুটবলারদের প্রস্তুত করছেন হোসে মোলিনা। আগামী তিরিশে সেপ্টেম্বর অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে মোহনবাগান। যেখানে তাঁদের লড়াই করতে হবে ইরানের ফুটবল ক্লাব সেপাহন এফসির সঙ্গে। এখন এই ম্যাচের দিকেই তাকিয়ে রয়েছে আপামর বাগান জনতা। নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে সীমিত শক্তি নিয়েই এবার তিন পয়েন্ট পাওয়ার চ্যালেঞ্জ ফুটবলারদের। ইরানের এই দলের বিপক্ষে লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা বলাই চলে।
তবে বাইরের মাঠে ম্যাচ হলেও নিজেদের পুরনো ছন্দ ফেরানোর লক্ষ্য সাহাল আব্দুল সামাদদের। বল পায়ে অনুশীলন করার পাশাপাশি এবার জিম সেশনে ও যথেষ্ট চনমনে মেজাজে দেখা গেল দলের অধিকাংশ ফুটবলারদের। কিছু ঘন্টা আগেই নিজের সোশ্যাল সাইটে একটি স্টোরি আপলোড করেন জাতীয় দলের অন্যতম ভরসাযোগ্য মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদ। যেখানে ওয়েট লিফটিংয়ের পাশাপাশি অন্যান্য এক্সারসাইজ করতে দেখা যায় দলের খেলোয়াড়দের। যাদের মধ্যে সাহাল সহ রয়েছেন অনিরুদ্ধ থাপা থেকে শুরু করে মানবীর সিং এবং বিশাল কাইথকে।
গত ম্যাচে মনবীর সিংয়ের অনুপস্থিতি যথেষ্ট প্রভাব ফেলেছিল ম্যাচের মধ্যে। তবে বর্তমানে যা পরিস্থিতি তাতে সব ঠিকঠাক থাকলে আগামী ম্যাচে হয়তো মাঠে নামতে পারেন এই ফুটবলার।
Wall for a reason 😏#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/ks4vSo1Zmv
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) September 23, 2025

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
