HomeSports Newsগোয়া ম্যাচের আগে ফুরফুরে মেজাজে কামিন্সরা

গোয়া ম্যাচের আগে ফুরফুরে মেজাজে কামিন্সরা

- Advertisement -

আগামী শুক্রবার ইন্ডিয়ান সুপার লিগের বারো নম্বর ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)।‌ যেখানে তাঁদের লড়াই করতে হবে মানোলো মার্কুয়েজের শক্তিশালী এফসি গোয়ার সঙ্গে।‌ গত কয়েক ম্যাচের মতো এবার এই অ্যাওয়ে ম্যাচে ও জয় পেতে চাইবেন বাগান কোচ জোসে মোলিনা‌। তবে ফতৌদা স্টেডিয়ামে জয় গুপ্তা কিংবা আকাশ সাঙ্গওয়ানদের হারানো যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানেন সবুজ-মেরুন হেডস্যার। সেইমতো নিজেদের একাদশ নামাতে বদ্ধপরিকর মোলিনা।‌

গত কয়েকদিন ধরে সেইমতো অনুশীলন করিয়েছেন এই স্প্যানিশ কোচ। হোম ম্যাচের পর অ্যাওয়ে ম্যাচ থেকে সম্পূর্ণ পয়েন্ট সংগ্রহ করাই এখন প্রধান লক্ষ্য সকলের। তবে এক্ষেত্রে সকলকে চিন্তায় রাখছে স্কটিশ ফরোয়ার্ড গ্ৰেগ স্টুয়ার্টের‌ চোট সমস্যা। বলাবাহুল্য, গত হায়দরাবাদ ম্যাচ থেকেই চোটের কবলে পড়ে জেরবার হতে হচ্ছিল এই হাইপ্রোফাইল ফুটবলারকে। মাঝে কিছুটা ফিট হয়ে উঠলেও এখনও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেননি এই তারকা। যারফলে গত ম্যাচের মতো আসন্ন গোয়া ম্যাচে ও স্টুয়ার্টকে পাবে না মোহনবাগান।

   

বর্তমানে দলের সঙ্গে তিনি গোয়া উড়ে গেলেও এখনই হয়তো মাঠে নামা সম্ভব নয় তাঁর পক্ষে।‌ অপরদিকে ম্যাচের আগে গোয়ার বুকে কিছুটা ফুরফুরে মেজাজে ছুটি কাটাতে দেখা যায় মোহনবাগান ফুটবলারদের। বেশকিছু ঘন্টা আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে গোয়ার সমুদ্র সৈকতের বেশকিছু ছবি ও ভিডিও আপলোড করতে দেখা যায় বাগানের অজি বিশ্বকাপার জেসন কামিন্সকে। তবে তিনি একানন নন, ম্যাচের আগে কিছুটা ফুরফুরে মেজাজে সময় কাটানোর ছবি ধরা পড়ে ভারতীয় তারকা আপুইয়ার সোশ্যাল সাইটে।

বেশকিছু ঘন্টা আগেই নিজের সোশ্যাল সাইটে একটি ভিডিও আপলোড করেন তিনি। যা সহজেই মন জয় করে নিয়েছে সমর্থকদের। হিসাব অনুযায়ী দেখলে আসন্ন এই ম্যাচে জয় পেলে দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরু এফসির থেকে প্রায় ৫ পয়েন্টে‌ এগিয়ে যাবে বাগান ব্রিগেড। অন্যদিকে ঘরের মাঠে জয় পেলে ওডিশা এফসিকে পিছনে ফেলে তৃতীয় স্থানে উঠে আসবে গোয়া শিবির। যারফলে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে সকলে।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular