Mumbai City FC: মুম্বই হেলাফেলার দল নয়, অ্যাওয়ে ম্যাচেও দিয়েছে ৪ গোল

Mohun Bagan vs Mumbai City FC

যুবভারতী ক্রীড়াঙ্গনে ফাইনাল ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। হোম অ্যাডভান্টেজ পাবে দল। তবে নিশ্চিত হওয়ার উপায় নেই। কারণ অ্যাওয়ে ম্যাচে বড় ব্যবধানে জয় পাওয়ার নজির রয়েছে মুম্বই সিটি এফসির (Mumbai City FC)।

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে কান্তিরাভা স্টেডিয়ামে গিয়ে ০-৪ গোলে জয় পেয়েছিল মুম্বই সিটি এফসি। ২০২৩-এর ডিসেম্বরে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে বড় ব্যবধানে জিতেছিল মুম্বই। মাঝে কোচ বদল হলেও দলের খেলার ওপর প্রভাব পড়েনি। বরং বাউন্স ব্যাক করে দল এখন উঠে এসেছে ফাইনালে।
মুম্বই সিটি এফসিকে হারিয়েই লীগ শিল্ড জিতেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। শিল্ড হাতছাড়া হওয়ার জ্বালা জুড়োতে চাইবে পেট্র ক্র্যাটকির দল।

   

বেশ কয়েকটি বাধা অতিক্রম করার পরে পেট্র ক্র্যাটকি-প্রশিক্ষিত দলটি সেমিফাইনালে সরাসরি যোগ্যতা অর্জন করেছিল। আইল্যান্ডাররা তাদের ২২ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লীগের প্রাথমিক পর্ব শেষ করেছে। দেস বাকিংহ্যামের কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর ভালো কাজ করেছেন ক্র্যাটকি। চোট আঘাত জনিত সমস্যার মধ্যেও এগিয়ে নিয়ে গিয়েছেন দলকে। যদিও এর আগে সল্টলেক স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে হেরেছিল ,মুম্বই সিটি এফসি। ১৫ এপ্রিলের এই ম্যাচে বাগান জিতেছিল ২-১ গোলে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন