শীঘ্রই প্রি-সিজন শুরু করছে মোহনবাগান, কবে আসছেন বিদেশি ফুটবলাররা?

বিগত কয়েক মরসুম ধরেই অনবদ্য ফুটবল খেলে আসছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) । ডুরান্ড কাপ হোক কিংবা আইএসএলের লিগ কাপ অথবা লিগ শিল্ড।…

Mohun Bagan SG Suhail Ahmad Bhat, Glan Martins Return to Training for 2025 CFL

বিগত কয়েক মরসুম ধরেই অনবদ্য ফুটবল খেলে আসছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) । ডুরান্ড কাপ হোক কিংবা আইএসএলের লিগ কাপ অথবা লিগ শিল্ড। সব কিছুই এসেছে তাঁদের ঘরে‌‌। গত সিজনের শুরুটা খুব একটা ভালো না হলেও সময় যত এগিয়েছিল ততই ভয়ঙ্কর হয়ে উঠেছিল ময়দানের এই প্রধান। একের পর এক ম্যাচে অতি সহজেই এসেছে জয়। যারফলে টুর্নামেন্টের অন্যান্য দলগুলিকে টেক্কা দিয়ে অনায়াসেই লিগ শিল্ড ঘরে তুলে নিয়েছিল সবুজ-মেরুন। বলতে গেলে ক্লাব ফুটবলে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে দ্বিতীয়বারের জন্য এই খেতাব নিশ্চিত করেছিল জোসে মোলিনার ছেলেরা। তারপর সেই ছন্দ বজায় ছিল লিগ কাপের ফাইনালে।

যেখানে শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিপক্ষে একটি গোলের ব্যবধানে পিছিয়ে থাকতে হলেও শেষ পর্যন্ত এসেছিল জয়।‌‌ সেই সুবাদে প্রথম ফুটবল ক্লাব হিসেবে এক সিজনে টানা দুইটি খেতাব জয় করে মেরিনার্সরা। যা নিঃসন্দেহে বিরাট বড় সাফল্য। এমনকি সুপার কাপের প্রথম দিকে ও বজায় ছিল সেই ছন্দ। যদিও শেষ পর্যন্ত বজায় থাকেনি ধারাবাহিকতা। মানোলো মার্কুয়েজের এফসি গোয়ার কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। তবে দলের তরুণ ফুটবলারদের পারফরম্যান্স নিঃসন্দেহে মন জয় করেছিল সমর্থকদের।

   

তবে সেখানেই শেষ নয়। বিভিন্ন মাধ্যম সূত্রে শোনা যাচ্ছিল যে, আসন্ন ডুরান্ডে মূলত তরুণ ফুটবলারদের সামনে রেখেই অভিযান শুরু করতে পারে কলকাতা ময়দানের এই প্রধান। বর্তমানে যদিও সেই সম্ভাবনা অনেকটাই কম। আসলে এবারের এই ফুটবল টুর্নামেন্টে মূলত সিনিয়র দলকে সামনে রেখেই অভিযান চালাতে চলেছে ইস্টবেঙ্গল। হয়তো সেই পথেই হাঁটতে চাইবে পড়শী এই ক্লাব। সেই অনুযায়ী আগামী ২০শে জুলাই থেকেই প্রস্তুতি শুরু করতে চলেছে মোহনবাগানের সিনিয়র দল। অর্থাৎ সেইদিন থেকেই হয়তো দলের অনুশীলনে দেখা যেতে পারে সকল ভারতীয় ফুটবলারদের।

Advertisements

সেইসাথে সব ঠিকঠাক থাকলে আগামী ১লা আগস্টের মধ্যেই শহরে চলে আসতে পারেন সবুজ-মেরুনের সকল বিদেশি ফুটবলাররা। যারফলে সব ঠিকঠাক থাকলে মূল দলকে সামনে রেখেই ডুরান্ড অভিযান শুরু করতে পারে মেরিনার্সরা।