HomeSports Newsসহজ অঙ্কে লিগ শিল্ড জয় বাগানের! দেখুন হিসেব

সহজ অঙ্কে লিগ শিল্ড জয় বাগানের! দেখুন হিসেব

- Advertisement -

ইন্ডিয়ান সুপার লিগের ২০২৪-২৫ মরসুমে (ISL 2024-25 Session) মোহনবাগান (Mohun Bagan SG) ও গোয়ার (FC Goa) লিগ শিল্ড (ISL Shield) জয়ের দৌড়ে ১০ পয়েন্টের পার্থক্য। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, সবুজ-মেরুন তাদের পরবর্তী ম্যাচগুলোতে জিতে লিগ শিল্ড নিশ্চিত করতে মরিয়া। তবে, এই জয়ের সঙ্গে আরও কিছু পরিসংখ্যান এবং গাণিতিক হিসাবের গুরুত্ব রয়েছে, যা লিগ শিল্ডের দিকে তাদের যাত্রাকে আরও স্পষ্ট করে তুলছে।

এই বছর বাগান ব্রিগেড খুবই শক্তিশালী দল হিসেবে প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নেমেছে। বর্তমানে তারা ২১ ম্যাচ খেলে ৪৯ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে রয়েছে। তাদের কাছে তিন ম্যাচ বাকি রয়েছে। যার মধ্যে মুম্বই সিটি এফসি, এফসি গোয়া এবং ওডিশা এফসির বিরুদ্ধে ম্যাচ রয়েছে। এই তিন ম্যাচের মধ্যে একটি জিতলেই তারা লিগ শিল্ড নিশ্চিত করবে।

   

হোসে মোলিনার দল যদি সব ম্যাচ জেতে, তবে তারা ৫৮ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে থাকবে। যা আইএসএলের ইতিহাসে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়বে। গতবার তারা ৪৮ পয়েন্ট নিয়ে লিগে প্রথম ছিল, তবে এবার ৪৯ পয়েন্ট সংগ্রহ করে তারা নিজেদের রেকর্ড টপকে গেছে। লিগ শিল্ড জয়ের পাশাপাশি তাদের ইতিহাস গড়ার সুযোগ এখন হাতের মুঠোয়। তবে, এফসি গোয়ার জন্য এটি এক প্রতিযোগিতা হয়ে দাঁড়িয়েছে।

এফসি গোয়া বর্তমানে ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট সংগ্রহ করেছে এবং তাদের হাতে চারটি ম্যাচ বাকি রয়েছে। যদি তারা চার ম্যাচ জেতে, তাদের পয়েন্ট দাঁড়াবে ৫১। এই অবস্থায় মোহনবাগানকে তাদের শেষ ম্যাচে হারাতে হবে, অন্যথায় গোয়া শীর্ষে পৌঁছাতে পারবে না। তবে, গোল পার্থক্যে এগিয়ে থাকা মোহনবাগান যদি ম্যাচে পরাজিত হয় এবং দুটি ম্যাচ ড্র করে, তবুও তারা ৫১ পয়েন্টে শেষ করতে পারবে এবং লিগ শিল্ড ধরে রাখবে।

যদি শুভাশীষরা এক ম্যাচে পরাজিত হয়, তবে গোয়াকে তাদের সমস্ত ম্যাচ জিততে হবে। তবে এমন পরিস্থিতিতে মোহনবাগান তাদের গোল পার্থক্যের কারণে আগেই লিগ শিল্ড নিশ্চিত করতে পারে।

এফসি গোয়া যদি বাকি সমস্ত ম্যাচ জেতে, তাদের পয়েন্ট দাঁড়াবে ৫১, কিন্তু মোহনবাগান যদি এক ম্যাচ জিতে তখন লিগ শিল্ড তাদের পক্ষেই যাবে। কারণ ৫২ পয়েন্ট গিয়ে দাঁড়াবে বাগান ব্রিগেড।

যদিও মোহনবাগান টানা দ্বিতীয় লিগ শিল্ড জয়ের পথে এগিয়ে যাচ্ছে। তাদের এই কৃতিত্ব আগামী দিনে আইএসএলের ইতিহাসে এক মাইলফলক হয়ে থাকবে। ইতিহাসে এমন ঘটনা কখনো হয়নি যে কোনো ক্লাব টানা দুইবার লিগ শিল্ড জিতেছে। তাই সবুজ-মেরুন শিবিরের জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্ত, যা আগামী দিনে তাদের ইতিহাসের অংশ হয়ে থাকবে।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular